নারায়ণগঞ্জে শহীদ জিয়া হলে অগ্নিকাণ্ড

- আপডেট সময়- ০৫:২১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র চাষাড়ায় অবস্থিত শহীদ চত্বরে শহীদ জিয়া হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে জিয়া হলের ভেতরে হলরুমটিতে আগুন দেখা যায়। পরে ফায়ার সার্ভিসে কল করা হলে তারা কাজ শুরু করেন। আগুন নেভাতে কাজ করছে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ভবনটি বেশ কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। এ হলের ভেতরে কোনো কার্যক্রম না হবার কারণে সেখানো বিদ্যুৎ সংযোগও নেই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, আশেপাশের কেউ সিগারেট খেয়ে ভেতরে ফেলার কারণে আগুন সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিস।
স্থানীয়দের তথ্য সূত্রে, পরিত্যক্ত ভবনটির ভেতরে ও পেছনের দিকে দিনে-রাতে সারক্ষনই মাদকসেবীদের আড্ডা বসে। সেখান থেকেও আগুনের সূত্রপাত হতে পারে।এদিকে জিয়া হলের মূলফটক প্রাঙ্গণে চলছে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বৃক্ষ মেলা। তবে, ভেতরের আগুন বাইরে ছড়াতে পারেনি।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ