হাসপাতালের সামনে ফেসবুক লাইভে কাঁদলেন অভিনেতা রাশেদ সীমান্ত ও ব্লগার হাসান

- আপডেট সময়- ০৭:২২:১১ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
মাইলস্টোন ট্রাজেডি, হাসপাতালের সামনে থেকে পৃথক ফেসবুক লাইভে এসে কাঁদলেন অভিনেতা রাশেদ সীমান্ত ও ব্লগার হাসান।
উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রায় শতাধিক শিক্ষার্থী বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এই ঘটনার পরপরই উত্তরার মনসুর আলি মেডিকেল কলেজের সামনে থেকে এক ফেসবুক লাইভে হাজির হন অভিনেতা রাশেদ সীমান্ত। যেই লাইভে রাজনৈতিক নেতাকর্মীদের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে কান্নায় ভেঙে পড়েন তিনি।
অপরদিকে বার্ণ হাসপাতালে সামনে এসে রক্তের জন্য অঝোর ধারায় চোখের পানি ফেলে সকলের কাছে হাত জোড় করে আকুতি জানালে, এসময় তাকে অঝোর ধারায় কাঁদতে দেখা গেছে। এমনকি নিজে চাহিদা অনুযায়ী রক্তের গ্রুপ না মেলায় আরও বেশি আক্ষেপ প্রকাশ করেন।
ব্লগার হাসান বিভিন্ন ধরনে পুরাতন নতুন গাড়ির ব্লগ করে থাকে, তার সবচেয়ে জনপ্রিয় নিজ নামে ‘হাসান ব্লগ’ নামে ব্লগ করে থাকেন। তার ব্লগটি ইতোমধ্যে দেশের স্বনামধন্য ধন্য ব্লগ ও ব্লগার হিসেবে দেশ বিদেশে পরিচিতি লাভ করেছে।
মূলত মাইলস্টোন কলেজের পাশেই এই মেডিকেল অবস্থিত হওয়ায় সেখানে অনেক আহত শিক্ষার্থী-অভিভাবকরা চিকিৎসা নিতে এসেছেন। এছাড়া অনেক নিখোঁজ শিক্ষার্থীর খোঁজেও আত্মীয়-স্বজনেরা হাসপাতালে ভিড় জমিয়েছেন।
এমন অবস্থায় ফেসবুক লাইভে এসে উৎসুক জনতাকে হাসপাতালের সামনের রাস্তাগুলোতে ভিড় না জমাতে অনুরোধ জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা রাশেদ।
তিনি বলেন, আপনারা উত্তরার রাস্তাগুলো পরিহার করুন। ব্যক্তিগত গাড়ি আনবেন না। যারা সহযোগিতা করতে আসবেন, শুধু তারাই আসবেন। আশার কথা হলো, অনেকেই রক্ত দেয়ার জন্য এসেছে। আমাদের নির্মাতা তপু খানও রক্ত দিতে চলে আসছেন। দয়া করে আপনারা কেউ পরিস্থিতি দেখার জন্য এখানে আসবেন না। আপনি এখানে আসা মানে একটা শিশুর চিকিৎসায় দেরি হওয়া, তাদের আসার পথে প্রতিবন্ধকতা তৈরি করা।
এ সময় রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে এই অভিনেতা বলেন, আপনারা দলবল নিয়ে হাসপাতালে আইসেন না। একা আসেন। আপনার জন্য যেন রাস্তাঘাট বন্ধ না হয়। প্লিজ, লাশ নিয়ে রাজনীতি কইরেন না। আল্লাহর দোহাই লাগে। এই মুহূর্তে রাজনীতিটা বন্ধ করেন আপনারা। আমি রাজনৈতিক দলের লোকজন দেখে এই লাইভটি করলাম।
রাশেদ সীমান্ত আরও বলেন, আপনি, আপনার নেতাকর্মীরা সেলফি তোলার জন্য আইসেন না। আপনি খুনি, যদি আপনি আসেন। আপনার লোকজন নিয়ে এসে এখানে শো অফ করবেন, তার মানে আপনি খুনি।
এ সময় পাশ থেকে নির্মাতা তপু খান বলেন, এটা শুধু রাশেদ ভাইয়ের কথা নয়। এখানে যারা সাধারণ মানুষ আছে, তারা আমাদের বলছে, এ কারণেই আমরা লাইভটা করছি। সবাই আসলে এখানে দলবল নিয়ে আসছে। এজন্য আমাদের সাহায্য করতে সমস্যা হচ্ছে।সবশেষ রাশেদ সীমান্ত জানান, আমাকে সবাই ধরেছে যেন লাইভটা করি। সবাই অনুরোধ করেছে। তা না হলে লাইভটা করতাম না।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ