বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের আটটি বিভাগে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। একই সাথে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা ৬টা থেকে শুরু করে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছিল, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেশের কিছু স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা ছিল।
এদিকে , বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার ধরনে সামান্য পরিবর্তন এসেছে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য একই পূর্বাভাস প্রযোজ্য হবে। এই সময়ে উল্লিখিত আটটি বিভাগেই অস্থায়ী দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে এই সময়কালে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এই পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দেশের প্রায় সকল অংশেই বৃষ্টির প্রবণতা বজায় থাকবে, যা গরমের তীব্রতা কিছুটা কমাতে সাহায্য করতে পারে। তবে বজ্রপাত যেহেতু একটি গুরুতর ঝুঁকি, তাই এই সময়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।







































































































































