যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন অভিবাসীদের নিজ দেশে টাকা পাঠাতে গেলে বাড়তি অর্থ গুনতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের ‘বড় সুন্দর বিল’ আইন হলে আর্থিক চাপে পড়বেন লাখ লাখ বিদেশি নাগরিক। এছাড়া নাগরিকত্ব পেতেও বাড়তি টাকা দিতে হবে সরকারকে।
আমেরিকার প্রেসিডেন্টের নতুন অস্ত্র ‘একটি বড় সুন্দর বিল’ (ওয়ান বিগ বিউটিফুল বিল)। রোববার (১৮ মে) রাতে মার্কিন প্রতিনিধি পরিষদের বাজেট কমিটি এ বিলের পক্ষেই ভোট দিয়েছে।
আমেরিকায় এ বিল চালু করার বিষয়ে বারবার মুখ খুলেছেন ট্রাম্প তার ১ হাজার ১১৬ পাতার এ বিলে জোর দেওয়া হয়েছে কর কাঠামোর ওপর।
আমেরিকায় যারা এইচ-১বি এবং গ্রিনকার্ড নিয়ে বসবাস করেন, তারাই বেশি সমস্যায় পড়বেন। আমেরিকার নাগরিক নন, অথচ কর্ম বা ব্যবসা সূত্রে সেই দেশে থাকেন, তারা নতুন কর কাঠামোর আওতায় পড়বেন।
বিলে প্রস্তাব করা হয়েছে, মার্কিন নাগরিক নন, এমন ব্যক্তিরা যদি আমেরিকায় উপার্জিত টাকা নিজের দেশে পাঠাতে চান, তবে তার ওপর ৫ শতাংশ কর চাপানো হবে। করের ব্যাপারে কোনো ছাড় সীমার কথা উল্লেখ করা হয়নি। অর্থাৎ যে কোনো পরিমাণ মূল্য পাঠালেই তাকে কর দিতে হবে।
তবে কেউ যদি আমেরিকার নাগরিক হন, তবে তার ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। -দ্য গার্ডিয়ান