সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, কুমারখালি, কুষ্টিয়া, ক্যাম্পাস নিউজ, খুলনা, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, ভেড়ামারা, শিক্ষা ও সাহিত্য, শিক্ষাঙ্গন
কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতে না পারায় ছাত্রের আত্মহনন

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৪৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১১ বার পড়া হয়েছে

হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে এক ছাত্র আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার (১১ মে) সকালে বাড়ির পাশে একটি ডোবা থেকে তার আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম শাহরিয়ার অন্নব রিউশা (১৭)। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামের সোহেল রানার ছেলে।
স্বজনরা জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া রিউশা ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিলেও কোথাও চান্স পাননি। এতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
শনিবার রাত সোয়া ৯টার দিকে নিখোঁজ হন রিউশা। সম্ভাব্য স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যাচ্ছিল না। রোববার সকাল ৬টার দিকে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে একটি ডোবায় পোড়া ও বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা।
রিউশার খালা, আইনজীবী রত্না খাতুন বলেন, সে খুব মেধাবী ও ভদ্র ছেলে ছিল। কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েও ভর্তি হতে পারেনি, আমরা সাহস দিয়েছিলাম, কিন্তু সে মানসিকভাবে তীব্র ভেঙে পড়ে।
কুমারখালী থানার ওসি মো. সোলায়মান হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ