সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, কুড়িগ্রাম, গাইবান্ধা, ডিবি পুলিশ, দিনাজপুর, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, রাজনীতি
গাইবান্ধা-২ আসনের সাবেক এমপি সারোয়ার কবীর গ্রেপ্তার

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:৩৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
দিনাজপুরে আত্মগোপনে থাকা অবস্থায় গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৫ আগস্টের পর থেকে তার বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলা দায়ের হওয়ায় তাকে আইনের আওতায় আনা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় তার বড় বোনের বাসা দীবা গার্ডেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রমতে, গত ৩ মার্চ থেকে শাহ সারোয়ার কবীর তার ভগ্নিপতি ও বোনের বাসায় লুকিয়ে ছিলেন। তার ভগ্নিপতি দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক উপপরিদর্শক এবং বোন দিনাজপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। পুলিশ জানায়, গাইবান্ধা সদর থানায় তার বিরুদ্ধে হত্যা ও আরেকটি মামলা দায়ের রয়েছে, যার প্রেক্ষিতে তাকে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ সারোয়ার কবীর প্রয়োজনীয় তথ্য দিয়েছেন। গাইবান্ধা পুলিশকে তার গ্রেপ্তারের খবর দেওয়া হয়েছে এবং শীঘ্রই তাদের একটি দল তাকে গ্রহণ করতে দিনাজপুরে আসবে। পরে তাকে গাইবান্ধায় হস্তান্তর করা হবে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ