বাঙালির রক্তঝরা ইতিহাস লিখতে গেলে আ.লীগের নাম লিখতেই হবে’- হাছান মাহমুদ
- আপডেট সময়- ০২:৪৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক।।
বাঙালির ইতিহাস লিখতে হলে আওয়ামী লীগের নাম লিখতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (২৩ জুন) রাজধানীতে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাঙালি জাতির সকল অর্জনের সঙ্গে আওয়ামী লীগের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যার মধ্যে সবচেয়ে বড় অর্জন হচ্ছে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস।
তিনি বলেন, ১৯৬৬ সালে ছয় দফা দাবি, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু তার মূল লক্ষ্য স্বাধীন বাংলাদেশ অর্জন করেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাঙালির ইতিহাস লিখতে গেলে আওয়ামী লীগের নাম লিখতে হবেই।
তিনি বলেন, ১৯৪৯ সালের এ দিনে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছিল। পরবর্তীতে অসাম্প্রদায়িক চেতনাকে আরও শাণিত করার লক্ষ্যে মুসলিম শব্দটি বাদ দিয়ে দলের নাম আওয়ামী লীগ হয়। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ