সারাদেশের ন্যায় না’গঞ্জেও স্বতঃস্ফূর্তভাবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে

- আপডেট সময়- ০১:৫০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও স্বতঃস্ফূর্তভাবে আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন অনুষ্ঠানে এমনটাই বলছিলেন জেলার দায়িত্বরত সিভিল সার্জন সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান
তিনি বলেন,এ জেলায় ৬-১১ মাস বয়সী ৪২,২৯৪ জন শিশু এবং ১২-৫৯ মাস বয়সী ২,৯৮,২১২ জন শিশু যথাক্রমে নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করবে। ক্যাম্পেইনটি ১,০৫৬টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে, যেখানে স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে প্রতিটি কেন্দ্রে ৩ জন করে সেবা কর্মী নিয়োজিত থাকবেন।
জাতীয়ভাবে শিশুদের অপুষ্টিজনিত সমস্যা কমানো ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।
সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান জানান, ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে বিস্তৃত প্রচারণা কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে, উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মাইকিং, লিফলেট বিতরণ ও স্থানীয় গণমাধ্যমে প্রচার, বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সচেতন করা, টেলিভিশন, সংবাদপত্র ও মোবাইল মেসেজের মাধ্যমে প্রচার।
এছাড়াও মসজিদের ইমামদের মাধ্যমে জুমার খুতবার আগে এ ক্যাম্পেইন সম্পর্কে অবহিত করা হবে, সরকারি ও বেসরকারি সংস্থার কর্মীদের সম্পৃক্ত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করা হয়েছে।
তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল সম্পূর্ণ নিরাপদ এবং এতে পার্শ্বপ্রতিক্রিয়ার তেমন কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন সিভিল সার্জন। তবে, কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা দিলে তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা সেবা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতাল ও নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালসহ প্রতিটি উপজেলা হাসপাতালে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলার দায়িত্বরত সিভিল সার্জন উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা কামনাসহ আশাবাদ ব্যক্ত করেন যে, পূর্বের মতো এবারও এ ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার একেএমএম মেহেদি হাসান (প্রেজেন্টেশন উপস্থাপন), জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. লুৎফর রহমান (উপস্থাপনা), সার্ভিল্যান্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. মোরশেদুল ইসলাম খান, ডা. নাসিরুল হক, সিভিল সার্জন কার্যালয়ের স্টোর কিপার মো. ইব্রাহীম খান, সহকারী স্টোর কিপার মো. শওকত জামান, পরিসংখ্যানবিদ মো. সাইফুল সালমান।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ