ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ছেলে জয়ের আশ্বাসেই দেশ ছাড়তে রাজি হন শেখ হাসিনা অর্থপাচার মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির ৮ শীর্ষ নেতা মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনের যোগদান মৌলভীবাজারে বকেয়া মজুরির দাবিতে চা-শ্রমিকদের মানববন্ধন  না’গঞ্জের পলাতক সাবেক এমপি শামীম ওসমানের দেখা মিললো দিল্লিতে  না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর উপর হামলা  রূপগঞ্জে ফের গাজী টায়ার কারখানায় লুটপাট চালিয়ে আগুন দিলো দুর্বৃত্তরা মহাভারতের চিত্রনাট্যের জাদুকরী রূপকার ছিলেন উর্দু কবি রাহী মাসুম রেজা  কুষ্টিয়া সাংস্কৃতিক কর্মীর সমবেত কন্ঠে দশ মিনিটে ৩বার জাতীয় সংগীত সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন করায় হামলা মারধরে আহত-১০ জাতীয় শিক্ষক দিবসে ‘গুরু বন্দনা’ সাবেক ভূমিমন্ত্রী পুত্র তমাল অস্ত্র-মাদক সহ র‍্যাবের হাতে গ্রেপ্তার কক্সবাজারে যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ সহ গ্রেপ্তার-৮ নবীজীকে নিয়ে কটূক্তি করা কিশোর সেনাবাহিনীর হেফাজতে: আইএসপিআর পূর্বানুমতি ছাড়া পর্যটকরা সেন্টমার্টিনে যেতে পারবে না..! বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি ক্রোক করে রিসিভার নিয়োগে হাইকোর্টের রুল স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক শাহীন’র বিশাল সংবর্ধনা ইসলামী যুব আন্দোলন টেকনাফ দক্ষিণ শাখা’র পৌর কমিটি গঠন সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত সালমান এফ রহমান মুক্ত হলো আইএফআইসি ব্যাংক পিএলসি

অবশেষে বিসিবির নিজস্ব টিভি ‘বিসিবি টিভি’ আসছে 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৪:০২ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ১১৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক।।

 

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ দেশের মানুষ সরাসরি টিভিতে দেখতে পারেনি। আইসিসি টিভি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইউটিউব চ্যানেলে দেখানো হয় তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজ। সে সময় বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন বিসিবির নিজস্ব টিভি আনার কথা। অবশেষে ‘বিসিবি টিভি’ নামে নিজস্ব টিভি আনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১২ জুন) বোর্ড মিটিংয়ের শেষে বিসিবি কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘আমরা বোর্ড মিটিং এ ঠিক করেছি, নিজস্ব সংস্থার নামে বিসিবি টিভির জন্য আবেদন করব। আমরা নিজেরাই টিভির জন্য আবেদন করব। আমরা ইনশাআল্লাহ্ এটা পেয়েও যাব।’

‘পেয়ে গেলে আর এই খেলা দেখানোর জন্য কারও ধন্যা দিতে  হবে না। শুধুমাত্র আন্তর্জাতিক ম্যাচ নয়, আমাদের টিভি থাকলে ঘরোয়া ম্যাচগুলোও আমরা দেখাতে পারব,’ আরও যোগ করেন বিসিবি সভাপতি।অ্যাওয়ে সিরিজ এলেই বাংলাদেশের খেলা সম্প্রচার নিয়ে নানান ধরনের জটিলতা দেখা দেয়। কদিন আগেই আয়ারল্যান্ড সিরিজ এর বড় প্রমাণ। নানান ধরনের দেন-দরবার করেও বাংলাদেশের কোনো টিভি চ্যানেলের কাছে সেই সিরিজের স্বত্ব বিক্রি করা সম্ভব হয়নি। অথচ একই সময়ে সম্প্রচার করা হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা।

এর আগে বিপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। এটিকে দুঃখজনক হিসেবে আখ্যায়িত করে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমাদের এখানে খেলা দেখা নিয়ে একটু সমস্যা হচ্ছে। বিশেষ করে, আমরা দেখেছি যে, বিপিএলের সময় যেটা দেখলাম, আমাদের এখান থেকে কেউ (সম্প্রচার স্বত্ব কেনার বিডিংয়ে) অংশগ্রহণই করেনি। আমাদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক।’

দেশের খেলা বাদ দিয়ে ভিনদেশি লিগের খেলা দেখানোতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বোর্ড সভাপতি। তিনি বলেছেন, ‘এখানে আরও কতগুলো বিষয় আছে। আমরা দেখছি যে, যেসব খেলা দেখায় শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকার লিগগুলো (ফ্র্যাঞ্চাইজি) দেখাচ্ছে। কিন্তু আমাদের খেলা দেখানোয় কোনো আগ্রহ নেই। তাই, আমাদের কাছে মনে হয়েছে, এভাবে বসে থাকা যায় না।’

শুধুমাত্র আয়ারল্যান্ড সিরিজ নয়, এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও এমন জটিলতা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত এক ম্যাচ পর সিরিজটি দেশের মানুষ টিভিতে সরাসরি দেখতে পেয়েছিল। এবার তাই নিজস্ব টিভি নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা বিসিবি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অবশেষে বিসিবির নিজস্ব টিভি ‘বিসিবি টিভি’ আসছে 

আপডেট সময় : ০৭:৫৪:০২ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩

অনলাইন ডেস্ক।।

 

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ দেশের মানুষ সরাসরি টিভিতে দেখতে পারেনি। আইসিসি টিভি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইউটিউব চ্যানেলে দেখানো হয় তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজ। সে সময় বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন বিসিবির নিজস্ব টিভি আনার কথা। অবশেষে ‘বিসিবি টিভি’ নামে নিজস্ব টিভি আনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১২ জুন) বোর্ড মিটিংয়ের শেষে বিসিবি কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘আমরা বোর্ড মিটিং এ ঠিক করেছি, নিজস্ব সংস্থার নামে বিসিবি টিভির জন্য আবেদন করব। আমরা নিজেরাই টিভির জন্য আবেদন করব। আমরা ইনশাআল্লাহ্ এটা পেয়েও যাব।’

‘পেয়ে গেলে আর এই খেলা দেখানোর জন্য কারও ধন্যা দিতে  হবে না। শুধুমাত্র আন্তর্জাতিক ম্যাচ নয়, আমাদের টিভি থাকলে ঘরোয়া ম্যাচগুলোও আমরা দেখাতে পারব,’ আরও যোগ করেন বিসিবি সভাপতি।অ্যাওয়ে সিরিজ এলেই বাংলাদেশের খেলা সম্প্রচার নিয়ে নানান ধরনের জটিলতা দেখা দেয়। কদিন আগেই আয়ারল্যান্ড সিরিজ এর বড় প্রমাণ। নানান ধরনের দেন-দরবার করেও বাংলাদেশের কোনো টিভি চ্যানেলের কাছে সেই সিরিজের স্বত্ব বিক্রি করা সম্ভব হয়নি। অথচ একই সময়ে সম্প্রচার করা হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা।

এর আগে বিপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। এটিকে দুঃখজনক হিসেবে আখ্যায়িত করে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমাদের এখানে খেলা দেখা নিয়ে একটু সমস্যা হচ্ছে। বিশেষ করে, আমরা দেখেছি যে, বিপিএলের সময় যেটা দেখলাম, আমাদের এখান থেকে কেউ (সম্প্রচার স্বত্ব কেনার বিডিংয়ে) অংশগ্রহণই করেনি। আমাদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক।’

দেশের খেলা বাদ দিয়ে ভিনদেশি লিগের খেলা দেখানোতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বোর্ড সভাপতি। তিনি বলেছেন, ‘এখানে আরও কতগুলো বিষয় আছে। আমরা দেখছি যে, যেসব খেলা দেখায় শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকার লিগগুলো (ফ্র্যাঞ্চাইজি) দেখাচ্ছে। কিন্তু আমাদের খেলা দেখানোয় কোনো আগ্রহ নেই। তাই, আমাদের কাছে মনে হয়েছে, এভাবে বসে থাকা যায় না।’

শুধুমাত্র আয়ারল্যান্ড সিরিজ নয়, এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও এমন জটিলতা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত এক ম্যাচ পর সিরিজটি দেশের মানুষ টিভিতে সরাসরি দেখতে পেয়েছিল। এবার তাই নিজস্ব টিভি নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা বিসিবি।