সকল মতভেদ ভূলে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মাসুদুজ্জামানের
- আপডেট সময়- ০১:২৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, ব্যক্তি নয় দল বড়, আর দলের চেয়েও দেশ বড়। তাই সব মতভেদ ভুলে নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর খানপুর বরফকল এলাকায় তার রাজনৈতিক কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
মাসুদুজ্জামান বলেন, “অ্যাডভোকেট আবুল কালাম আমাদের অভিভাবক। এই নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীক যিনি পেয়েছেন, তাকে ১২ ফেব্রুয়ারি জয়যুক্ত করতে হবে। কারও মনে কষ্ট বা বেদনা থাকতেই পারে, কিন্তু ব্যক্তির চেয়ে দল বড় এটা সবাইকে মনে রাখতে হবে।”
তিনি বলেন, “আমরা স্বপ্ন দেখি জাতীয়তাবাদী শক্তি ভবিষ্যতে সরকার গঠন করবে। সে জন্য এখনই পিছিয়ে থাকার সুযোগ নেই। কে ডাকলো, কে ডাকলো না—এসব নিয়ে বসে না থেকে সবাইকে ধানের শীষের পক্ষে মাঠে নামতে হবে।”
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করে মাসুদুজ্জামান বলেন, “জিয়াউর রহমান শুধু বাংলাদেশের নয়, পুরো উপমহাদেশের একজন গুরুত্বপূর্ণ নেতা। স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। তার আদর্শ না জানলে দেশপ্রেম কাকে বলে, তা বোঝা যেত না।
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৬-১৭ বছর দেশে গণতন্ত্র বাধাগ্রস্ত ছিল। এখন তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। ইনশাআল্লাহ, সবাই মিলে সেই স্বপ্ন বাস্তবায়ন করব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য হাজী ফারুক হোসেন, মাহাবুব উল্লাহ তপন, মো. আলমগীর হোসেন, শহীদুল ইসলাম রিপন, মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহম্মেদ, মহানগর কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






































































































