নারায়ণগঞ্জে ঔষধ প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে ৫ প্রতিষ্ঠানকে অর্থদন্ড
- আপডেট সময়- ০১:১৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র কালীরবাজার এলাকায় ওষুধ প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই ভ্রাম্যমাণ অভিযানে নগরের কালিরবাজারের বিভিন্ন ওষুধের দোকানে অনিয়মের প্রমাণ পাওয়ায় পাঁচটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহা তাবিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ঔষধ প্রশাসনের ও পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন জেলা ওষুধ তত্ত্বাবধায়ক সাইফুল্লাহ মাহমুদ।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনিবন্ধিত প্রেগন্যান্সি স্টিক মজুত ও বিক্রি, বিক্রয় নিষিদ্ধ ওষুধ সংরক্ষণ, অনিবন্ধিত ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত ও বিক্রয় এবং বৈধ ড্রাগ লাইসেন্স না থাকার মতো একাধিক অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- সাফি ড্রাগ হাউজ, আদিবা ফার্মেসি, খোরশেদা ফার্মেসি ও জয়নব ফার্মেসি; এসব প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া বিসমিল্লাহ সার্জিকেলকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।এ অভিযানের খবর ছড়িয়ে পড়লে কালীরবাজার এলাকার অনেক ওষুধের দোকান সাময়িকভাবে বন্ধ করে দোকান মালিকরা সটকে পড়েন বলে জানিয়েছেন স্থানীয় সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জেলা ঔষধ প্রসানের তত্ত্বাবধায়ক সাইফুল্লাহ মাহমুদ বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ বা বিক্রয় নিষিদ্ধ ওষুধ মানুষের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। যারা নিয়ম না মেনে ব্যবসা পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






































































































