সাভারে পরিত্যক্ত ভবন থেকে ছয় মাসে নারী শিশুসহ পাঁচ বিভৎস মরদেহ উদ্ধার,আটক-১
- আপডেট সময়- ০৪:০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৭ বার পড়া হয়েছে

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ ধারনা করা হচ্ছে আটকৃত যুবক সম্রাট ভবঘুরের আড়ালে একজন ভয়ংকর সিরিয়াল কিলার..!
অনলাইন ডিজিটাল ডেস্ক।।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কমিউনিটি সেন্টারের ভেতর থেকে দুটি পোড়া মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ প্রাথমিক ধারণা করছে, উদ্ধার হওয়া পোড়া মরদেহ দুটি একজন নারী ও তার শিশুপুত্রের হতে পারে। তবে আগুনে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্র জানায়, সাভার কলেজের কয়েকজন শিক্ষার্থী রোববার দুপুরে প্রকৃতির ডাকে সাড়া দিতে কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করলে তারা পোড়া মরদেহ দুটি দেখতে পান। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোড়া মরদেহ দুটি উদ্ধার করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহগুলো শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় ‘মানসিক ভারসাম্যহীন’ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম সম্রাট। তিনি ভবঘুরে এবং দীর্ঘদিন ধরে ওই পরিত্যক্ত ভবনেই রাত যাপন করতেন বলে জানিয়েছে পুলিশ।ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি সাইদুল ইসলাম জানান, ভবনের সামনে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাকে আটক করা হয়েছে।
তিনি বলেন, সম্রাট ভবঘুরে হলেও একজন ‘সিরিয়াল কিলার’ হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ছয় মাসে একই কমিউনিটি সেন্টার থেকে একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ২৯ আগস্ট রাতে ভবনটি থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এরপর ১১ অক্টোবর রাতে একই স্থান থেকে অজ্ঞাত পরিচয়ের আরও এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। সর্বশেষ ১৯ ডিসেম্বর ভবনটির দ্বিতীয় তলার টয়লেট থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































