সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, উপজেলা প্রশাসন, কুড়িগ্রাম, গাইবান্ধা, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, রংপুর, রাজনীতি
গাইবান্ধায় ক্ষমতার পালাবদলে লাপাত্তা চেয়ারম্যান, ইউনিয়ন জুড়ে সেবা অচল
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৩৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এখন নীরবতা। অফিসের দরজায় ঝুলছে তালা। জন্ম-মৃত্যু নিবন্ধন থেকে শুরু করে নাগরিক সনদ, ওয়ারিশ সনদ—কোনো সেবাই এখন পাওয়া যাচ্ছে না। এর একমাত্র কারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মন্ডলের দীর্ঘদিনের অনুপস্থিতি।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এই চেয়ারম্যান আত্মগোপনে চলে যান। পুলিশের হাতে কয়েকদফা গ্রেপ্তার হওয়ার পর তিনি ইউনিয়ন পরিষদে আসা বন্ধ করে দিয়েছেন। ২০২৪ সালের অক্টোবর মাস থেকে তিনি নিয়মিত দায়িত্ব পালন করছেন না। ফলে প্রায় ৫০ হাজার মানুষের এই ইউনিয়নের সার্বিক প্রশাসনিক কার্যক্রম এখন সম্পূর্ণ বিঘ্নিত।
সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদে প্রতিদিনই দলবেঁধে মানুষ আসছেন নানা জরুরি সনদ ও সেবা নিতে। উত্তরপাড়া গ্রামের মকবুল হোসেন এক মাস ধরে জন্ম নিবন্ধনের জন্য প্রতিদিন আসছেন, আর প্রতিদিনই খালি হাতে ফিরে যাচ্ছেন। মথুরাপুরের পারভীন বেগম, মমতা বেগম কিংবা সিংহডাংগার বৃদ্ধ আলম মিয়ার অবস্থাও একই। শুধুমাত্র চেয়ারম্যানের একটি স্বাক্ষরের জন্য তাদের দিনের পর দিন এই ভ্রমণ করতে হচ্ছে।
ইউনিয়ন পরিষদের সচিব মাসুদ রহমানের ভাষায়, চেয়ারম্যানের এই দীর্ঘ অনুপস্থিতিতে গ্রাম আদালত, মাসিক সভাসহ সব নিয়মিত কার্যক্রমই মুখ থুবড়ে পড়েছে। সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। নাম প্রকাশ না করে এক ইউপি সদস্য জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে শুরু থেকেই বিভিন্ন অভিযোগ ছিল। রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর তিনি পরিষদে আসা বন্ধ করে দিয়েছেন, এমনকি ফোনও অনেক সময় বন্ধ রাখেন।
চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল টেলিফোনে স্বীকার করেন, ‘সময়টা ভালো না’। তিনি অভিযোগ করেন, কয়েকজন মেম্বার তার বিরুদ্ধে লেগেছে এবং সময় হলে সবকিছুর জবাব দেবেন। তবে তার এই ‘সময়ের অপেক্ষা’র মধ্যেই সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, চেয়ারম্যানের অনুপস্থিতির বিষয়টি তারা জানতে পেরেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তদারকি চলছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































