সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উখিয়া, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে আগুন, শতাধিক ঘর পুরে ছাই
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৬ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উখিয়ার ১৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকে সংঘটিত এ অগ্নিকাণ্ডে শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে হাজারো রোহিঙ্গা শরণার্থী চরম দুর্ভোগে পড়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। বাঁশ, ত্রিপল ও প্লাস্টিক দিয়ে তৈরি ঘনবসতিপূর্ণ ঘর হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।
ঘটনার সময় অধিকাংশ বাসিন্দা ঘুমিয়ে থাকায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নারী ও শিশুসহ অসংখ্য মানুষ প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন। অনেক পরিবার প্রয়োজনীয় মালামাল উদ্ধার করতে পারেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, ক্যাম্পের স্বেচ্ছাসেবক দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে শতাধিক ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।
প্রাথমিকভাবে কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। তবে আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রী ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
আগুনের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্নার আগুন থেকে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্যাম্প প্রশাসন ও সংশ্লিষ্ট মানবিক সংস্থাগুলো।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ










































































































