সর্বশেষ:-
প্রচ্ছদ /
আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, কোস্টাগার্ড, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, নৌবাহিনী, বাংলাদেশ
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে গোলা-বারুদসহ দেশীয় অস্ত্র জব্দ
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৩:৩২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৮ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ, বিস্ফোরক ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাত ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও নৌবাহিনীর সদস্যরা টেকনাফ থানার কোনাপাড়া লবণের মাঠসংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ৯ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৩ রাউন্ড ফাঁকা কেইস, দুইটি দেশীয় বিস্ফোরক, দুইটি দেশীয় অস্ত্র এবং তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে পলায়নকারীদের শনাক্ত ও আটক করতে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত আলামতের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, সন্ত্রাস ও অবৈধ অস্ত্র–বিস্ফোরক ব্যবহার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও কঠোর অভিযান চালিয়ে যাবে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































