সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সদর, নারী ও শিশু, নির্বাচন, পূর্বাভাস, বাংলাদেশ, রাজনীতি
না’গঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান ছাত্র জনতার মুখোমুখি
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:৪৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
নিজস্ব সংবাদদাতা:
শান্তি, উন্নয়ন, কর্মসংস্থান ও শিক্ষার কেন্দ্র হবে, এ-ই নারায়ণগঞ্জ। জেলার ছাত্রজনতা, যুবক, ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ মানুষের মুখোমুখি আলোচনার আয়োজন করেছে বিএনপি মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী মাসুদুজ্জামান মাসুদ। তিনি তার রাজনৈতিক দর্শন, ব্যক্তিগত জীবনের সংগ্রাম ও নারায়ণগঞ্জের প্রতি আজীবনের দায়বদ্ধতার কথা তুলে ধরেছেন। শিক্ষাব্যবস্থা শক্তিশালী করণ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে একটি বিস্তৃত ও সুস্পষ্ট রোডম্যাপ তুলে ধরা হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) কালির বাজারে অবস্থিত নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে এ মুখোমুখি আলোচনা অনুষ্ঠিত হয়।
মাসুদুজ্জামান মাসুদ বলেন- আমার জন্ম ও বেড়ে ওঠা এ-ই নারায়ণগঞ্জের নগর খানপুরে। আমার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় এ-ই জেলার সাথে অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত। কুমিল্লা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলে পড়াশোনা করতে গিয়ে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিকতার শিক্ষা খুব ছোট বয়সেই অর্জন করেছেন। প্রবাস জীবনের অভিজ্ঞতা, তার সংগ্রামী মনোভাবকে আরও শক্ত করেছে। আর দেশে খালি হাতে ফিরে পরিবারিক ঐতিহ্য অনুসরণ করে শূন্য থেকে ব্যবসা শুরু করলেও আজকের অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে পরিশ্রম, সততা ও আল্লাহর ইচ্ছায়।
নারায়ণগঞ্জের ব্যবসা, শিল্প, মানবিকতা ও দেশপ্রেমের ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন- এই শহরই আমার পরিচয়, এ-ই শহরই আমার শক্তি। তা-ই এটিকে আরও আধুনিক, উন্নত, নিরাপদ ও কর্মমুখী শহর হিসেবে গড়ে তোলাই আমার স্বপ্ন। নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়ন পরিকল্পনায় তিনি বন্দরকে আধুনিক শিল্প ও লজিস্টিক্স হাবে রূপান্তর, নারায়ণগঞ্জকে শিক্ষার কেন্দ্র, নতুন কর্মসংস্থান সৃষ্টি, ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যানজট নিরসন, পরিবেশ ও নদী রক্ষায় দীর্ঘমেয়াদী পদক্ষেপের কথা তুলে ধরেন।
মানব সেবা নিয়ে নিজের দর্শন ব্যাখ্যা করতে গিয়ে, তিনি একজন মাওলানার দেওয়া ধর্মীয় শিক্ষা উদ্ধৃত করে বলেন- মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ইবাদত। আর রাজনীতি তার কাছে ক্ষমতার হাতিয়ার নয়, জনকল্যাণের মাধ্যম। তিনি চান তার শেষ নিঃশ্বাসও যেনো মানুষের সেবায় ব্যয় হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার করে তিনি প্রত্যয় ব্যক্ত করেন যে, জনতা আগে, নেতা পরে। এটাই তারেক রহমান’র স্বপ্ন এবং তার নিজের রাজনৈতিক নীতি। আপনাদের ভালবাসাই আমার শক্তি, আস্থাই আমার অনুপ্রেরণা। নারায়ণগঞ্জের উন্নয়নে জীবন উৎসর্গ করতে চাই।
এ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ নগর ও বন্দরের গণ্য-মান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পুরো পরিবেশ ছিল উষ্ণ অনুপ্রেরণা মূলক ঐক্যবদ্ধ মিলনমেলা।
অনুষ্ঠানের সমাপনীতে মাসুদুজ্জামান মাসুদ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন- আজকের এ-ই উপস্থিতি তার প্রতি মানুষের আস্থা ও ভালবাসার প্রতীক। এটি কেবল একটি অনুষ্ঠান নয়, জনগণের সঙ্গে জবাবদিহিতা ও উন্নয়নের যাত্রার সূচনা। নারায়ণগঞ্জকে শান্তি, উন্নয়ন ও কর্মসংস্থানের শহর হিসেবে গড়তে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































