না’গঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মানবতার কান্ডারী মাসুদুজ্জামান
- আপডেট সময়- ০৬:৩৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।।
নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র নগরীর নতুন পালপাড়া মার্কেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক এ ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত মার্কেটের ভস্মীভূত দোকানগুলো পরিদর্শন করে তিনি ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এ সময় তিনি ব্যবসায়ীদের কার্যক্রম পুনরায় নতুন করে শুরু করতে সহায়তার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।
মাসুদুজ্জামানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপি সদস্য মনোয়ার হোসেন শোখন, হাজী ফারুক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বিএনপি নেতা সরকার আলমসহ ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে গত শনিবার (৬ ডিসেম্বর) ভোরে নগরীর পালপাড়ার হোসিয়ারি ও বডি নিটিং দোকানগুলোতে আগুন লাগে। এতে অন্তত ৩৫টি দোকান পুড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়। ফায়ার সার্ভিস জানায়, আনুমানিক ৩ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় ১০ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































