অসুস্থ খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধানের শীষের কান্ডারী মাসুদুজ্জামানের দোয়া
- আপডেট সময়- ০৬:০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় খানপুরের বরফকল এলাকায় নারায়ণগঞ্জ -৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে নেতা-কর্মীরা অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় বেগম খালেদা জিয়া খুব দ্রুত সুস্থ হয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পুনরায় সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি গোলাম মোস্তফা সাগর, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, আব্দুস সবুর খান সেন্টু, যুগ্মআহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মো. রেজা রিপন,অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুল, মহানগর যুব্দলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট বিল্লাল হোসেন,মনোয়ার হোসেন শোখন,বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ












































































































