সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, গণমাধ্যম, জেলা প্রশাসক কার্যালয়, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সদর, নারী ও শিশু, পূর্বাভাস, ফতুল্লা, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
গ্যাস চুরির মামলায় ক্রোনীর কর্ণধার আসলাম সানীকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৪৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
নিজস্ব সংবাদদাতা।।
গ্যাস চুরির মামলায় ক্রোনী এ্যাপারেলস এর মালিক আসলাম সানীকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদালত। গত ১৯ ডিসেম্বর প্রকাশিত ও-ই বিজ্ঞপ্তিতে, তাকে দশ দিনের মধ্যে হাজির হতে নির্দেশ দিয়েছেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
আসামি এ. এইচ. আসলাম সানী নির্দেশিত ও-ই সময়ের মধ্যে হাজির না হলে তার অনুপস্থিতিতে বিচার শেষ হবে বিজ্ঞপ্তিতে বলা হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তি ও আদালত সূত্রে জানা গেছে- এ. এইচ. আসলাম সানী’র বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় ২০১০ সালের গ্যাস আইনে ১০(১) (গ)/১২ (১) ধারায় মামলা দায়ের করা হয়। মামলার আইনী প্রক্রিয়ায় দীর্ঘ দিন ধরে অনুপস্থিত তিনি। এ-ই কারণে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাও জারি হয়েছে। এতো স্বত্বেও তার আদালতে হাজির হওয়ার সম্ভাবনা নেই। ফলে ক্রিমিনাল প্রসিডিউর কোড, ১৮৯৮ এর ৩৩৯-বি (১) ধারায় আদালত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এ. এইচ. আসলাম সানী বিকেএমইএ এর সাবেক সহ-সভাপতি। তিনি নরসিংদী জেলার বোলাবো থানার চর উজিলাব পূর্ব পাড়ার হাজী আরব আলী’র পুত্র।
আসলাম সানী’র মালিকানাধীণ অবন্তী কালার টেক্স নামের একটি রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠানে আধুনিক যন্ত্র (বুস্টার) ব্যবহার করে তিতাসের গ্যাস চুরি করে আসছিলেন। চলতি বছরের ১০ মার্চ তিতাসের একটি টিম অভিযান চালিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়। পরে গ্যাস লাইন সীলগালা করে দেয়া হয়। পরে এ ঘটনায় নারায়ণগঞ্জ তিতাস গ্যাস আঞ্চলিক লিটিগেশন ও পিআর শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আসাদুজ্জামান পাঠান বাদী হয়ে মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, বিকেএমইএ এর সাবেক সহ-সভাপতি ব্যবসায়ী আসলাম সানী তার প্রতিষ্ঠানের ১০ কোটি ১২ লাখ টাকা বকেয়া পরিশোধ না করায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিনি বকেয়া পরিশোধ না করেই উল্টো বুস্টার ব্যবহার করে গ্যাস চুরি করে আসছিলেন। গ্যাস চুরির কারণে সরকার ৫ কোটি টাকার রাজস্ব বঞ্চিত হয়
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ











































































































































































