শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১১, উৎপত্তিস্থল নরসিংদীতেই-৫ জন
- আপডেট সময়- ০৫:৫৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক।।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে আঘাত হানা ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সারা দেশে এখন পর্যন্ত ১১জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতের মধ্যে নরসিংদীতে ৫, গাজীপুরে ১, নারায়ণগঞ্জে ১ এবং ঢাকায় ৪ জন। এর মধ্যে দুই শিশু রয়েছে।
এ ঘটনায় অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করেছেন । ভূমিকম্পে ঢাকা, নরসিংদী ও গাজীপুরে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।
ঢাকায় নিহত ৪
রাজধানীর আরমানিটোলা এলাকায় ভূমিকম্পে একটি ভবনের ছাদের রেলিং ভেঙে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া ভূমিকম্পে আহত হয়ে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ৫২ ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম মৃত্যুবরণ করেন।
কালীগঞ্জে নিহত ১
ভূমিকম্পে গাজীপুরের কালীগঞ্জে একজন নিহতের খবর পাওয়া গেছে। নিহতের নাম সুজিৎ দাস (৩৮)। জানা গেছে, ভূমিকম্পের সময় উপজেলার চানখোলা এলাকার সুবুদের বাড়িতে গাছ কাটতে যান সুজিৎ। তিনি গাছের ওপর থাকার সময় ভূমিকম্প হয়। তাতে গাছ থেক পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্দার করে কালীগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
রূপগঞ্জে দেয়াল ধসে ১০ মাসের শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকায় দেয়াল ধসে ১০ মাসের শিশু ফাতেমা নিহত হয়েছে। সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পের সময় শিশুটির মা কুলসুম বেগম (৩০) তাকে কোলে নিয়ে দৌড়ে বাইরে বের হলে সড়কের পাশে থাকা একটি সীমানাপ্রাচীর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই শিশু ফাতেমার মৃত্যু হয়। কুলসুম ও প্রতিবেশী জেসমিন বেগম (৩৫) আহত হন। তাদের পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
নরসিংদীতে নিহত ৫
ভূমিকম্পের প্রভাবে নরসিংদীতে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাাঁড়িয়েছে। নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভূমিকম্প সৃষ্ট ক্ষয়ক্ষতি ও দূর্যোগ সংশ্লিষ্ট তথ্যের জন্য জেলা প্রশাসন থেকে কন্ট্রোল রুম খুলে সার্বিক পরিস্থিতি নিয়ে খোঁজ খবর রাখা হচ্ছে।’
নরসিংদীতে সবশেষ নিহতরা হলেন- দেলোয়ার হোসেন(৩৭) ও তার ছেকে ওমর(১০)। দুজনই ঢাকা মেডিকেলে নেওয়ার পর মারা যায়। এছাড়া পলাশ উপজেলায় মালিতা গ্রামের কাজম আলী ভূইয়া (৭০) ঘরের মাটির দেয়াল ধসে মারা যায়। নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আজকিতলা (পূর্বপাড়া) গ্রামের ফোরকান ( ৪০) ভূমিকম্পের ফলে গাছ থেকে পড়ে যান এবং তাৎক্ষণিক নরসিংদী জেলা হসপিটালে নিলে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
এছাড়া পলাশের উপজেকার ডাঙ্গা গ্রামের নাসির উদ্দিন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত নাসির উদ্দিন ওই গ্রামের প্রয়াত সিরাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ











































































































