শক্তিশালী ভূমিকম্পে ঢাকা-নারায়ণগঞ্জসহ সারাদেশে ৪ জনের মৃত্যু, আহত শতাধিক
- আপডেট সময়- ০৮:৪২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ১০ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক।।
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত ভূমিকম্পে রাজধানীসহ সারাদেশে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শতাধিক। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ সারাদেশ।
এতে রাজধানীর বংশালে ভবনের রেলিং ধসে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফিসহ ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে ফাতেমা নামের ১০ মাসের একটি শিশু নিহত হয়েছে। এ সময় শিশুটির মা কুলসুম বেগমসহ (৩০) দুজন আহত হয়েছেন।
ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীসহ, রাজধানীর বিভিন্ন এলাকায় আহত কমপক্ষে ১৮ জনকে আনা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। তাদের মধ্যে এক রিকশাচালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এদিকে নরসিংদী জেলায় আহতের সংখ্যা সবচেয়ে বেশি। শহরের গাবতলী এলাকায় ছয়তলা নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একতলা বাড়ির ওপর পড়ে বাড়ির মালিক দেলোয়ার, ছেলে ওমর ও মেয়ে তাসফিয়া আহত হন। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর বাবা–ছেলেকে ঢাকায় রেফার করা হয়। জেলার ছয়টি উপজেলাতেই ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. গুলশানা কবির জানান, ভূমিকম্পে প্রায় অর্ধশতাধিক নারী–পুরুষ চিকিৎসা নিয়েছেন এবং এখনো রোগীরা হাসপাতালে আসছেন।
ভূমিকম্পের উৎপত্তিস্থল হিসেবে নরসিংদীকেই চিহ্নিত করা হয়েছে। কম্পন শুরু হতেই পুরো শহর কেঁপে ওঠে, মানুষ দৌড়ে খোলা জায়গায় আশ্রয় নিতে থাকে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে; ঢাকা মেডিকেল কলেজে আহত ১০ জন, গাজীপুর তাজউদ্দীন মেডিকেলে ১০ জন, নরসিংদী জেলায় ৫৫ জনসহ বিভিন্ন এলাকা থেকে আহতদের খবর পাওয়া যাচ্ছে। মোট আহতের সংখ্যা শতাধিক বলে ধারণা করা হচ্ছে।
এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আহত হওয়ার তথ্য আসছে। সময়ের ব্যবধানে নিহত ও আহত হওয়ার সংখ্যা বাড়ার শঙ্কা রয়েছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
















































































































































