বিএনপি মনোনীত মাসুদুজ্জামানের পক্ষে বন্দর উপজেলায় বিশাল গণসংযোগ
- আপডেট সময়- ০৪:৫৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে বন্দর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে স্থানীয় নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা অংশ নিয়ে সাধারণ জনগণের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীর নির্বাচনী কর্মসূচি ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
রবিবার (২৩ নভেম্বর)গণসংযোগে বিশেষভাবে উল্লিখিত হয়েছে তারেক রহমান প্রণীত ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি, যা এলাকায় উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।
গনসংযোগে প্রচারণা কর্মসূচি ঝাউতলা, কাজীবাড়ী, মোল্লাবাড়ী ও সিরাজশা দর্গা এলাকা থেকে শুরু হয়ে পুরো ইউনিয়ন জুড়ে চলেছে। স্থানীয় নেতৃবৃন্দ জনগণের কাছে ৩১ দফা কর্মসূচির প্রতিটি বিষয় বিশদভাবে ব্যাখ্যা করেছেন। এতে অন্তর্ভুক্ত ছিল সড়ক, সেতু ও স্থানীয় অবকাঠামোর উন্নয়ন; স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও কমিউনিটি ক্লিনিক স্থাপন; শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান। এছাড়া জনপদ ও নদীপাড়ের সংস্কার, জলাবদ্ধতা নিরসন, নারী ও যুবসমাজের ক্ষমতায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিকেও গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়।
প্রচারনা চলাকালে মাদক ও সন্ত্রাস নির্মূল এবং নিরাপদ কমিউনিটি গঠনের বিষয়েও স্থানীয় নেতারা জনগণকে সচেতন করেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও সেবাপ্রদানের স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকারও তারা জনগণের কাছে জানিয়ে দেন। প্রচারণার সময় নেতা-কর্মীরা সাধারণ মানুষকে ভোট দেওয়ার সময় ধানের শীষের মার্কায় ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেন।
জনসংযোগ আয়োজনে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য; মনোয়ার হোসেন শোখন, বন্দর কৃষকদল সভাপতি ফারুক হোসেন, মহানগরের সাবেক সাধারন সম্পাদক রাহীদ সিকদার, বিএনপি নেতা মনির সরদার। এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।
গণসংযোগে অংশ নেয়া স্থানীয় নেতৃবৃন্দরা জানান, আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে মাসুদুজ্জামানের পক্ষে ৩১ দফা কর্মসূচি তুলে ধরছি। প্রতিটি ঘরে ঘরে আমরা জনগণের সঙ্গে আলোচনা করছি এবং তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করছি। ধানের শীষ জাতীয় ঐক্য, জনকল্যাণ এবং উন্নয়নের প্রতীক। এই প্রতীকে ভোট দিলে নারায়ণগঞ্জ-৫ আসন হবে উন্নয়নের অগ্রদূত।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

































































































































































