খুলনায় রূপসা নদী থেকে ফের সাংবাদিকের মরদেহ উদ্ধার

- আপডেট সময়- ০৫:৪০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক।।
খুলনার রূপসা সেতুর ২ নং পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্বেচ্ছায় সেতুর ওপর থেকে লাফ দিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
এ ঘটনা র্যাব-৬ এর উপঅধিনায়ক মেজর মারুফ নিহতের পরিচয় নিশ্চিত করেছেন।
লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নদীর ভেতরে হওয়ায় বিষয়টি নৌপুলিশকে জানানো হয়।
নৌপুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, রাত ৮টার দিকে তারা মরদেহটি উদ্ধার করেন। তার পরনে ছিল ব্লু রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখে ক্ষত ছিল।
পিবিআই ও সিআইডি টিম মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে।সংবাদ পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওয়াহিদুজ্জামান বুলু দৈনিক আজকের কাগজ ও বার্তা সংস্থা ইউএনবিতে কিছুদিন কাজ করেছেন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ