সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, উপজেলা প্রশাসন, কুড়িগ্রাম, গাইবান্ধা, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, পূর্বাভাস, বাংলাদেশ
গাইবান্ধায় ৫’শ ৮৭ মণ্ডপে দুর্গোৎসবের আগমনী বার্তা, সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৫৭:০২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।।
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে গাইবান্ধা জেলায় সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই উৎসবকে ঘিরে জেলার সাতটি উপজেলার মোট ৫৮৭টি মন্দির ও মণ্ডপে চলছে চূড়ান্ত প্রস্তুতি। ইতোমধ্যে বিভিন্ন মণ্ডপে মাটির প্রতিমা তৈরি ও প্রলেপ দেওয়ার কাজ শেষ হয়েছে। এখন শুরু হয়েছে রংতুলির কাজ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গাইবান্ধা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিমল চন্দ্র সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার সবকটি মণ্ডপেই পূজা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি প্রায় শেষের পথে।
উপজেলাভিত্তিক মণ্ডপের সংখ্যা বিশ্লেষণে দেখা গেছে, সুন্দরগঞ্জ উপজেলায় সর্বোচ্চ ১২৯টি, গোবিন্দগঞ্জে ১৩৩টি, সাদুল্লাপুরে ১০৭টি, সদর উপজেলায় ৯৩টি, পলাশবাড়ীতে ৫৬টি, সাঘাটায় ৫৩টি এবং ফুলছড়ি উপজেলায় ১৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
সাদুল্লাপুর কেন্দ্রীয় বারোয়ারি দুর্গাপূজা মণ্ডপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিটন কুমার সরকার বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য দুর্গাপূজা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এটি মা দুর্গার আগমনীর বার্তা বয়ে আনে। ভক্তরা অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে মায়ের প্রতিমা তৈরি করছেন।
উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে গাইবান্ধা জেলা পুলিশ ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলা পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা জানান, পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত করতে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কঠোর নজরদারির পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশের উদ্যোগে ইতিমধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম উপস্থিত থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি নিশ্চিত করেন যে, উৎসবটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।
গাইবান্ধা জেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র সরকার জানান, প্রশাসনের পূর্ণ সহযোগিতা ও ভক্তদের উৎসাহে এবারের পূজা আরও বেশি ঘটা করে আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি সকল সম্প্রদায়ের মানুষকে এই পূজা উপলক্ষ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ