সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, উপজেলা প্রশাসন, কুড়িগ্রাম, গাইবান্ধা, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, রাজনীতি
গাইবান্ধায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৪৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধায় বিএনপির জেলা কমিটির মেয়াদ শেষ হওয়া নিয়ে দলীয় অভ্যন্তরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে শনিবার (২০সেপ্টেম্বর) জেলা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন দলীয় তৃণমূল নেতাকর্মীরা।
গাইবান্ধা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কদের নেতৃত্বে একদল নেতাকর্মী ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন। তারা দাবি করেন, জেলা কমিটির মেয়াদ প্রায় নয় বছর আগেই শেষ হয়েছে। তবে এখনও এই কমিটি দায়িত্ব পালন করায় স্থানীয় পর্যায়ে দলীয় কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে।
মানববন্ধনে বক্তারা বলেন, মেয়াদোত্তীর্ণ কমিটি দ্রুত বাতিল করে ত্যাগী ও সংগ্রামী নেতাকর্মীদের নিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা অতি প্রয়োজন। তাদের মতে, বৈধ কমিটি ছাড়া দলীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছেনা।
এসময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হানিফ বেলাল, সদস্য রফিকুল ইসলাম লুলু, শফিকুল ইসলাম রুবেল, বজলুল করিম রপু, খান মো. কাওসার ওয়াহিদ সুজন, শফিকুর রহমান খোকা, হাসানউজ্জামান মাসুম, তারিকুল ইসলাম, তৌহিদুর রহমান তুহিন, মোস্তাফিজুর রহমান, দেওয়ান মানিক, জহুরুল ইসলাম প্রমুখসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা দলীয় শীর্ষ নেতৃত্ব থাকা নেতাদের কাছে তাদের দাবি পেশ করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি বিএনপির অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি প্রকাশ। তারা মনে করেন, দলটির কেন্দ্রীয় নেতৃত্বের জন্য এটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ