প্রবীণদের অভিজ্ঞতা আর তরুণদের উদ্যমে ঐক্যবদ্ধভাবে পরিকল্পিত না’গঞ্জ গড়তে চান মাসুদুজ্জামান

- আপডেট সময়- ০৩:৪০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী আলোচিত রাজনীতিক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান স্পষ্টতই বলেছেন, এই নারায়ণগঞ্জ শহর আমাদের সবার। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে পরিকল্পিত এক নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে। এই শহর হবে মাদকমুক্ত, যানজটমুক্ত ও নিরাপদ। এটা শুধু আমার স্বপ্ন নয়, নারায়ণগঞ্জবাসীর স্বপ্ন হওয়া উচিত।
শনিবার (২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র কালির বাজারে নবাব সিরাজউদ্দৌলা সড়কে ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে এই সভার সভাপতিত্ব করেন বাইতুস সালাত কো-অপারেটিভ জামে মসজিদের সভাপতি ও বিএনপি নেতা নুরুল ইসলাম সরদার।
এসময় মাসুদুজ্জামান বলেন, আমাদের ব্যবসায়ীদের অনেক দুঃখ-কষ্ট আছে, কিন্তু শোনার লোক নাই। রাষ্ট্র আমাদের দুঃখ দুর্দসার কথা শোনেন না, এমনকি এসোসিয়েশনগুলোর মাধ্যমেও আমরা কথা তুলে ধরতে পারি না। অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমরা যারা ব্যবসা করি, আল্লাহর রহমতে টিকে আছি। নারায়ণগঞ্জের ব্যবসা চাষাঢ়া, কালির বাজার, নিতাইগঞ্জ এই তিন কেন্দ্রকে ঘিরেই আবর্তিত হয়। দেশের ৬৪ জেলার মানুষ এই শহরে আসে ব্যবসা করতে। আমরা তাদের সম্মান করি। কারণ, আমাদের শহরের মানুষের ধৈর্য আছে, সম্প্রীতি আছে, সহমর্মিতা আছে।
তিনি আরও বলেন, আমি চাই, আমরা সবাই মিলে মিশে একটা নিরাপদ, মাদকমুক্ত, যানজটমুক্ত এবং সেবাভিত্তিক নারায়ণগঞ্জ গড়ে তুলি। চিকিৎসা, শিক্ষাসহ সব সুযোগ-সুবিধা যেন থাকে। যারা আগামীতে এই শহরের নেতৃত্বে আসবে সিটি কর্পোরেশন হোক কিংবা সংসদ তাদের কাঁধে অনেক দায়িত্ব।
আমি মাসুদ, আপনাদেরই সন্তান। এই অঞ্চলের নদীর পানি খেয়ে, বাতাসে বেড়ে উঠেছি। শীতলক্ষ্যার স্রোতে সাঁতার কেটে বড় হয়েছি। আমার জন্ম এখানে, আমার পূর্বপুরুষদের জন্মও এখানে। আমি মেড ইন নারায়ণগঞ্জ, আমি চাই, এই শহরকে আমরা একটি সুশৃঙ্খল ও পরিকল্পিত শহরে রূপান্তর করি। এটা শুধু ভোট দিয়ে সম্ভব না, আন্তরিকতা দিয়ে আমাদের পাশে থাকতে হবে।
নারায়ণগঞ্জের জনগণকে সম্পৃক্ত করেই একটা স্বপ্নের শহর গড়ে তোলা সম্ভব। এই শহর জনগণের। আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে কাজ করলে এই নারায়ণগঞ্জ একদিন বাংলাদেশে একটি মডেল শহর হিসেবে প্রতিষ্ঠিত হবে।’প্রবীণদের অভিজ্ঞতা আর তরুণদের উদ্যম এই দুই মিলে আমরা পরিকল্পিত নগর গড়তে চাই। এজন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য ফারুক হোসেন, মনোয়ার হোসেন শোখন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, বিএনপি নেতা অহিদুল ইসলাম ছক্কু, হানিফ সরদার, মাসুদের ছোট ভাই শামিম আহম্মেদ, ব্যবসায়ী খোকন মোল্লা, শফিউল আলম সিদ্দিকী, ফারুক হোসেন সরদারসহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও পেশাজীবীরা। এর আগে মাসুদুজ্জামান আমলাপাড়ায় একটি মাদ্রাসায়, মাদরাসার মুহতামিম আব্দুল কাদির সাথে সাক্ষাত করে তিনি মাদরাসার জন্য ৫ লাখ টাকা আর্থিক অনুদানের কথা ঘোষণা দেন।