সারাদেশে একযোগে ২৩০ বিচারককে বদলি

- আপডেট সময়- ০৬:৫২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক।।
সরকার একযোগে ঢাকাসহ ১৯টি জেলার ৪১ জন জেলা জজসহ মোট ২৩০ জন বিচারককে বদলি করেছে।এই ব্যাপক রদবদলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সিনিয়র সহকারী জজসহ বিভিন্ন পর্যায়ের বিচারক রয়েছেন। এই পদক্ষেপ বিচারিক প্রশাসনে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
সোমবার (২৫ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে পৃথক চারটি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। বদলি হওয়া বিচারকদের মধ্যে রয়েছেন ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পর্যায়ের কর্মকর্তা।
বদলি করা এসব জেলা ও দায়রা জজকে আগামী ২৮ আগস্টের মধ্যে তাদের বর্তমান পদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। এই দ্রুত পরিবর্তন বিচারিক কার্যক্রমে আরও গতিশীলতা আনবে বলে আশা করা হচ্ছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ