সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, গাইবান্ধা, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ
সুন্দরগঞ্জে ওএমএস ডিলার নিয়োগে অনিয়ম: বিক্ষোভে উত্তাল উপজেলা

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০১:৩৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব ও ওএমএস ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
বুধবার (৯ জুলাই) উপজেলার বিভিন্ন স্তরের জনগণ বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করে।
বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাহিরগোলা মসজিদ মোড়ে সমাবেশ করে। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবির চেয়ারম্যান মো. ইফতেখার হোসেন পপেল, পৌর যুবদল আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ারসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, প্রশাসন লটারির মাধ্যমে যাদের দোকানঘর ও ব্যাংক সার্টিফিকেট নেই, তাদেরকে ডিলার নিয়োগ দিয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে লটারির মাধ্যমে ৪২ জন খাদ্যবান্ধব ও ৬ জন ওএমএস ডিলার নিয়োগ দেওয়া হয়। ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪৮ জন ডিলার নিয়োগের বিপরীতে ২৩২টি আবেদন জমা পড়লেও যাচাই-বাছাইয়ে ৬৩টি আবেদন বাতিল হয়।
উপজেলা খাদ্য কর্মকর্তা আলা উদ্দিন বসুনিয়া দাবি করেন, ডিলার নিয়োগে কোনো অনিয়ম হয়নি। তিনি বলেন, “স্বচ্ছতার ভিত্তিতে ডিলার নিয়োগ করা হয়েছে।” তবে স্থানীয়দের দাবি, প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়নি, যা নিয়ে উত্তাপ বাড়ছে এলাকায়।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ