নারায়ণগঞ্জ কারাগারে ’জুয়াড়ি শাহজাহান’ খ্যাত কয়েদির মৃত্যু

- আপডেট সময়- ০৭:৩৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকা শাহজাহান মোল্লা (৪৭) নামের এক হাজতির মৃত্যু ঘটনা ঘটেছে।
বুধবার (৯ জুলাই) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, মৃত শাহজাহান মোল্লা মুন্সিগঞ্জ জেলার মহেশপুর থানার বানিয়াল গ্রামের কালা চাঁন মোল্লার ছেলে। শাহজাহান নারায়ণগঞ্জ শহরের খানপুর ব্যাংক কলোনি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
নারায়ণগঞ্জে তিনি ‘জুয়াড়ি শাহজাহান’ নামে পরিচিত ও খেতাব প্রাপ্ত ছিলেন। একাধিকবার জুয়া পরিচালনার দায়ে তাকে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলো।
তার মৃত্যুর ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ জানান, শাহজাহান মোল্লার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি নারায়ণগঞ্জ সদর থানায় জুয়া আইনে এবং অন্যটি সিদ্ধিরগঞ্জ থানায় বিস্ফোরক আইনে।তিনি জুয়া মামলায় জামিনে থাকলেও বিস্ফোরক আইনের মামলায় বন্দি ছিলেন।
জেলা কারা সুপার আরও জানান, বুধবার রাত পৌনে ১২টার দিকে হঠাৎ শাহজাহানের বুকে তীব্র ব্যথা ওঠে এবং বমি করতে থাকেন।
অবস্থার বেগতিক দেখে তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় অবনতি হলে তাকে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাহজাহানের মরদেহ ময়নাতদন্ত শেষে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ