জেলা প্রশাসকের হস্তক্ষেপে মর্গ্যান স্কুলের সংকট নিরসন

- আপডেট সময়- ০৯:০২:৫১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

বিদ্যালয়ের সকল শিক্ষকদের গ্রুপিং বন্ধের আহ্বান..!
বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের দেওভোগস্থ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজে চলমান সংকট নিরসনে ছাত্র-ছাত্রী, শিক্ষক, রাজনীতিক ও সাংবাদিকদের অংশগ্রহণে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সভায় জেলা প্রশাসক বলেন, সংকট নিরসনে সকলকে উদ্দেশ্য করে বলেন, “আমি যখন এসএসসি পাশ করেছি, তখন কখনও দেখিনি শিক্ষক রাস্তা দিয়ে হেঁটে আসছে আর ছাত্ররা দাঁড়িয়ে আছে। এ চিত্র এখন আর নেই। সমস্যা তৈরি হয়েছে, সমাধানও আমাদেরই করতে হবে।”
তিনি বলেন, “এই প্রতিষ্ঠানের শিক্ষক হয়ে কেউ যেন প্রতিষ্ঠানের বিপক্ষে না দাঁড়ান। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ,যত গ্রুপ আছে, সকল গ্রুপ এখনই বন্ধ করতে হবে। আর যারা গ্রুপ চালিয়ে যাবেন, বুঝবো তারা প্রতিষ্ঠানের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছেন।”
জেলা প্রশাসক আরও বলেন, “প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের একটি নিজস্ব চরিত্র থাকে। কিন্তু বর্তমানে যে গ্রুপিং, নেতৃত্বের লড়াই দেখা যাচ্ছে, তা প্রতিষ্ঠানের পরিবেশকে কলুষিত করছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষকে আমি বলেছি,তিনি যেন নিশ্চিত করেন, কোনো গ্রুপ থাকবে না, নেতৃত্ব থাকবে না। তখন আমরা আলোচনা করতে বসবো।” “যারা শিক্ষক, তাদের যথাসময়ে স্কুলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এটা নিয়ে যদি প্রশ্ন উঠে তাহলে প্রয়োজন হলে বায়োমেট্রিক সিস্টেম চালু করবো। প্রয়োজন হলে সিসিটিভি ক্যামেরাও বসানো হবে। কেউ যদি প্রশ্নফাঁস করে, কোচিংয়ে জড়িয়ে পড়ে এবং গার্জিয়ানদের বিভ্রান্ত করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডিসি অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, “আপনার সন্তানই আপনার সবচেয়ে বড় সম্পদ। মনিটরিং করবেন, নজর রাখবেন। প্রতিষ্ঠান চালাতে গেলে নেতৃত্ব ও আত্মত্যাগ দুই-ই দরকার হয়। প্রয়োজনে দায়িত্ব ছেড়ে দিলেও হবে, কিন্তু দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।”
সভা শেষে তিনি বলেন, “আমরা চাই এ ঐতিহ্যবাহী মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজে আবার গৌরবোজ্জল ফিরে আসুক। যেসব পদ ফাঁকা আছে, তা নীতিমালা অনুযায়ী দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হবে। এখন সবাই একত্রিত হোন, প্রতিজ্ঞা করুন একসঙ্গে কাজ করবেন।
শিক্ষকদের বিরুদ্ধে মামলার বিষয়ে আলোচনা হলে এই বিষয় জেলা প্রশাসক দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে।
সভায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম)নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাশফাকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মপরিষদের সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি এবং মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষকবৃন্দ।