সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মূখে ধাওয়া-পাল্টাধাওয়ায় সাংবাদিকসহ আহত-৮৫

- আপডেট সময়- ০৬:৩৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক।।
রাজধানীর সচিবালয়ে আন্দোলনের মূখে ঢুকে পড়া শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত ৮৫ জন শিক্ষার্থী এবং একজন সাংবাদিক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মঙ্গলবার(২২ জুলাই) বিকেলে এই ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকে পড়েন। এ সময় তারা প্রায় ১০টি গাড়ি ভাঙচুর করে। পুলিশ ও সেনাবাহিনী বাধা দেওয়ার চেষ্টা করলেও হাজার হাজার শিক্ষার্থী সচিবালয়ে প্রবেশ করে ক্ষতি সাধন করে।
পরিস্থিতির বেগতিক দেখে একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য আহত হন। শিক্ষার্থীদের ছোড়া ঢিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য গুরুতর আহত হয়।
ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন: হাসান (১৮), সেরাতুল (২২), সাকিব (১৯), তানভীর (১৯), রিফাত (১৯), রিজন (২০), সামিয়া (১৮), সামির (১৯), তামিম (১৯), ইমন (২০), সিয়াম (১৮), সাকিল (২০), মেহেদী (২০), সাদমান (১৮), মারুফ (২২), সাকিব (১৮), মাহিন (১৯), রোহান (২০), হাসিব (২০), মুগ্ধ (১৯), মাহিম (২০), হাসিব (১৯), সায়েম (১৮), জিদান (২০), নিহার (২০), রায়হান (২০), রোমান (১৮), প্রান্ত (১৯), নাহিদ (২০), অন্তু (২০), বিশাল (২০), ইমরান (২০), আহনাদ (১৮), মাহি (২০), নাঈম (১৮), সামি (১৮), স্বাধীন (২০), তাসিন (১৮), ইমরান (১৯), ধ্রুব (১৯), শান্ত (২০), তানিম (২০), আজহারুল (২০), তন্ময় (১৯), জিসান (১৯), রাসেকুন (২০), পারভেজ (২০), নাঈম (১৯), বিজয় (১৭), আসাদ (২০), নিহার (২০), নাফিজ (১৮), সাহিন (২০), কিশোর (১৮), তানভীর (১৮), ফারদিন (১৯), শাহরিয়ার (২০), সাঞ্জু (১৯), রাইয়ান (১৯), কলি (১৯), আব্দুল খালেক (৬৫), হাসিব (১৮), সিনান (১৮), তাসফি (২২), মামুন (২০), রিফাত (১৮), আসাদ (২১), মাহিন (২০), আতিক (১৮), তানভীর (১৮), কনা (২১), ইমন (১৯), ফাহাদ (১৮), ইয়াসিন আরাফাত শান্ত (২০) এবং শাকিল (২০)। এছাড়াও মানবজমিনের সাংবাদিক হাবিব হাসান (২৪) আহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত অবস্থায় আনুমানিক ৮০ জন শিক্ষার্থী ও একজন সাংবাদিক জরুরি বিভাগে এসেছেন এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ