সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নওগাঁ, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী
নওগাঁয় মাকে বাড়িতে ঢুকতে না দেওয়া কুলাঙ্গার ছেলে গ্রেপ্তার

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৪৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

মশিউর মিঠুন, নওগাঁ(রাজশাহী) প্রতিনিধি।।
নওগাঁ শহরের কাজীর মোড়ে বসতবাড়ির সম্পত্তি দখলের জন্য নিজের ৭০ বছরের বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ায় ছেলে মোস্তাফিজুর রহমান সৌরভকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুলাই) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছয় ঘণ্টা বাড়ির গেটে বসে থাকার পর নওগাঁ সদর থানায় গিয়ে ছেলে সোহাগের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মা বিলকিস আক্তার।
বিলকিস আক্তার জানান, কাজীর মোড়ে তার স্বামী প্রায় ৩০ বছর আগে ১০ শতক জমির ওপর একটি দোতলা বাড়ি নির্মাণ করেন। স্বামীর মৃত্যুর পর আইন অনুযায়ী তিনি ও তার তিন সন্তান—এক ছেলে এবং দুই মেয়ে—বাড়ির যৌথ মালিক হন। কিন্তু তার একমাত্র ছেলে মোস্তাফিজুর রহমান সোহাগ সম্পত্তির পুরো মালিকানা হাতিয়ে নিতে তাকে ও তার মেয়েদের উপর চাপ সৃষ্টি করতে থাকে।
বিবাদের জেরে তিনি ২০২১ সাল থেকে বড় মেয়ের বাসায় থাকছেন। সোমবার তিনি নিজের ফ্ল্যাটে ফিরে যেতে চাইলে বাড়ির সিঁড়ির মুখে তালাবদ্ধ লোহার গেট দেখতে পান। ছেলে সোহাগকে ফোন করলে তিনি স্পষ্ট জানান, তাকে (মাকে) বাড়িতে ঢুকতে দেবেন না। পরে বাড়ির নিচতলায় গ্যারেজে দিনভর বসে থাকেন তিনি।
এ সময় উপস্থিত সাংবাদিকদের কাছে বিলকিস আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এটা আমার স্বামীর স্মৃতি, এই বাড়ি আমি স্বামীর সঙ্গে হাতে-হাত রেখে তৈরি করেছি। এই বাড়িতে আমি থাকতে চাই। কিন্তু আমার ছেলে আমাকে বাড়ির সামনে অপমান করে বলে, ‘তুই দুই আনার মালিক, তুই গিয়ে রাস্তায় থাক।’ অথচ কাগজে-কলমে আমি এই বাড়ির নয় আনার মালিক। মেয়েরা তাদের অংশও আমাকে লিখে দিয়েছে।”
বিলকিস আক্তারের বড় মেয়ের স্বামী ডা. আবুজার গাফফার জানান, তার শ্যালক আগেও শাশুড়িকে নির্যাতন করেছেন এবং গায়ে হাত তুলেছেন। এ নিয়ে মামলা রয়েছে। ২০২৩ সালে তার স্ত্রী ও শালিকা তাদের অংশ মায়ের নামে লিখে দেন, ফলে বর্তমানে বিলকিস আক্তার বাড়ির প্রায় ৭০ শতাংশের মালিক।
এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে মানবাধিকার কমিশনের নওগাঁ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গেলে সোহাগ প্রকাশ্যে মাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করে এবং মায়ের পক্ষ নেওয়ায় মানবাধিকার কর্মীদের ওপর চড়াও হয়। কমিশনের সমন্বয়ক চন্দন দেব বলেন, “বিলকিস আক্তার চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।”
মানবাধিকার কর্মী নাইস পারভীন বলেন, “একজন সন্তান হয়ে মায়ের প্রতি এমন আচরণ অকল্পনীয় ও অন্যায়।”
সন্ধ্যায় বিলকিস আক্তার সদর থানায় অভিযোগ দায়ের করলে রাতেই থানায় উপস্থিত অবস্থায় ছেলে সোহাগ মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেয়। এতে পুলিশ মোস্তাফিজুর রহমান সোহাগকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে।
এ বিষয়ে নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, “মায়ের করা মামলার ভিত্তিতে এবং থানায় পুলিশ সদস্যদের উপস্থিতিতে মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেওয়ার কারণে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।”
ঘটনার ভিডিও ও প্রমাণ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। স্থানীয়রা এ ঘটনায় দ্রুত বিচার এবং মায়ের সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ