সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, কুষ্টিয়া, খুলনা, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
কুষ্টিয়ায় হত্যা মামলার প্রধান আসামিকে ছদ্মবেশে গ্রেপ্তার করল পুলিশ

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:৫৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে

হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়ার দৌলতপুরে মাহফুজা খাতুন হত্যা মামলার প্রধান আসামি আলিম বিশ্বাসকে নাটকীয় কায়দায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে ভ্যান চালকের ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রোববার (২২ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে এই অভিযান পরিচালনা করেন এসআই সাধন কুমার মণ্ডল, এএসআই সাগর ও কনস্টেবল সোহেল।
আলিম বিশ্বাস দৌলতপুর সদর ইউনিয়নের গোবরগাড়া গ্রামের বাসিন্দা ও বশির বিশ্বাসের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল দুপুর তিনটার দিকে গোবরগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বাগানে পাতা কুড়াতে যান মাহফুজা খাতুন (৪৬)। এ সময় পূর্ব শত্রুতার জেরে আলিম বিশ্বাসসহ তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে।
স্থানীয়রা তার চিৎকারে এগিয়ে এসে মাহফুজাকে উদ্ধার করে দৌলতপুর ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২৮ এপ্রিল সকাল ৯টার দিকে তিনি মারা যান।
পরে নিহতের ছেলে বাপ্পি হোসেন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ ও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাধন কুমার মণ্ডল জানান, “গোপন সূত্রে জানতে পারি, আলিম বিশ্বাস সোনাইকুন্ডি গ্রামে আত্মগোপনে রয়েছে। তবে ইউনিফর্মে গেলে সে পালিয়ে যেতে পারে, তাই ভ্যান চালকের ছদ্মবেশে গিয়ে অভিযান পরিচালনা করি এবং শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।”
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, “হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলা তদন্তাধীন রয়েছে, দ্রুতই বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলবে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ