ভিক্টোরিয়া হাসপাতালকে আধুনিকতায় নতুন রূপে গড়ে তোলা হবে: ডিসি

- আপডেট সময়- ০৪:৪৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পরিদর্শন করেছেন সুযোগ্য জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
রোববার (২০ এপ্রিল) ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে এবার নগরীর চিকিৎসা সেবা কেন্দ্র জেনারেল হাসপাতালের সার্বিক পরিস্থিতি চিকিৎসা সেবার মান সহ পারিপার্শ্বিক অবস্থার ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত) মো. হারুন অর রশিদ, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জহিরুল ইসলামসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
এসময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সেবা কক্ষ ও চত্বর পাশ্ববর্তী স্থান সমূহ ঘুরে দেখেন। জেলা প্রশাসক(ডিসি) হাসপাতালে চিকিৎসা সেবার সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেন এবং একটি পরিত্যক্ত বহু পুরাতন ভবন দ্রুততম সময়ে অপসারণের নির্দেশ দেন। পাশাপাশি হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে এবং চিকিৎসারত রোগীদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ওয়ার্ডসমূহে তদারকি বাড়ানোর নির্দেশনাও প্রদান করেন জেলা প্রশাসক।
হাসপাতালে সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়ে জেলা প্রশাসক(ডিসি) বলেন, ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালকে নতুন রূপে গড়ে তোলা হবে। এর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
জেলার অন্যতম প্রধান এই চিকিৎসা সেবা প্রতিষ্ঠানকে আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল হাসপাতালে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা পরিকল্পনা রয়েছে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ