জেলা পরিষদ’র উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান

- আপডেট সময়- ০৫:৪৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ১১১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ জেলা পরিষদ কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) দুপুর ২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক তুলে দেন।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম উপস্থিত থেকে তিনি বলেন, আমাদের চেতনার সাথে ওতোপ্রোতোভাবে মুক্তিযোদ্ধারা জড়িত। মুক্তিযোদ্ধাদের অবদান আমরা কোনদিনও অস্বীকার করতে পারবো না। আপনারা বীর মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে থাকবেন, আপনাদের চেতনায় উজ্জ্বীবিত হয়ে আমরা দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবো।
এসময় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আপনাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা আপনাদের কাছে ঋণী। আপনারা আমাদের দেশ দিয়েছেন। আমরা চেষ্টা করছি, আপনাদের যে দেশের জন্য জীবন বাজিরেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা যে অনুষ্ঠান করছি, সেটা আপনাদের প্রতি শুধুমাত্র কৃতজ্ঞতা ও শ্রদ্ধাবোধ থেকেই করছি!
ডিসি বলেন, আপনাদের সাথে বসে কথা বলার সুযোগ হলো এটি আমার সৌভাগ্য। আমরা চাই, আপনারা আমাদের মাঝে অনেকদিন বেঁচে থাকেন।পরে ১৪০ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ