জনসাধারণের নির্বিঘ্নে চলাচলে ভ্রাম্যমাণ আদালতসহ উচ্ছেদ অভিযান অব্যহত

- আপডেট সময়- ০১:২৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে মাহে রমজান উপলক্ষ্যে যানজট নিরসনে মীর জুমলা, বিবি রোডসহ অন্যান্য কয়েকটি সড়কে উচ্ছেদ অভিযান অব্যহত রয়েছে।
বৃহস্পতিবার(৬ মার্চ) দুপুর ২.০০ টা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেন ও নাসিকের যৌথ উদ্যোগে নগরীর সদর উপজেলাধীন চাষাঢ়া থেকে বঙ্গবন্ধু রোড এবং মীর জুমলা সড়কে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় আরও উপস্থিত ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের(নাসিক) ফুড এণ্ড স্যানিটেশন কর্মকর্তা মো. আলমগীর হিরণ ও জেলা পুলিশের টিম ও নাসিকের টিম।
অভিযানে রাস্তার ওপর থাকা ভাসমান ভ্যান, দোকান, টেবিল, মোটরসাইকেল অপসারণ করা হয়। উচ্ছেদ অভিযানকালে বহুতল (৯ তলা) ভবন বিশিষ্ট সমবায় ব্যাংক অফিসের গ্রাউন্ড ফ্লোর জনসাধারণের পার্কিং এর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
পাশাপাশি একই ভবনের ৯তলায় থাকা লা’ভিস্তা নামক রেস্টুরেন্ট নিচে বিল্ডিং সংলগ্ন রাস্তার ফুটপাত পুরোপুরি দখল করে ইফতার সামগ্রী বিক্রয় করায় তা সম্পূর্ণরুপে আপসারণ করা হয়। একইসাথে ৪ টি অবৈধ পার্কিং এর দায়ে মোটরসাইকেল জব্দ করে ডাম্পিং এ প্রেরণ করা হয়।
সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেন বলেন, জেলা প্রশাসক(ডিসি) মহোদয়ের নির্দেশক্রমে নির্বিঘ্নে জনসাধারণের চলাচলের উপযোগী করতে ‘যানজট নিরসন ও ফুটপাতকে দখল মুক্ত রাখতে আজ আমরা ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছি। আমাদের জেলা প্রশাসক(ডিসি) মহোদয়ের দিক নির্দেশনা অনুয়ায়ী নগরবাসীকে সাচ্ছন্দ্যে চলাচলের উপযুক্ত পরিবেশ তৈরি করতে এ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ কার্যক্রম পরিচালনাকালে ৬ ব্যক্তিকে ৬টি মামলায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৪হাজার টাকা অর্থদণ্ড জরিমানা আরোপ করে আদায় করা হয়। উচ্ছেদ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ নারায়ণগঞ্জ, বিজিবি, আনসার ব্যাটালিয়ন সদস্য এবং নাসিক।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ