শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সোমবার ঈদুল ফিতর

- আপডেট সময়- ০২:০১:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক।।
বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।
আগামীকাল সোমবার(৩১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। আবহাওয়া প্রতিকূল হলে বা অন্য কোনও কারণে জাতীয় ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
বায়তুল মোকাররম মসজিদে জামাত
সকাল ৭টায় হবে প্রথম জামাত। যেখানে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।
সকাল ৮টায় হবে দ্বিতীয় জামাত। যেখানে ইমাম থাকবেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন প্রধান খাদেম মো. নাসিরউল্লাহ।
সকাল ৯টায় হবে তৃতীয় জামাত। যেখানে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান। মুকাব্বির থাকবেন খাদেম মো. আব্দুল হাদী।
সকাল ১০টায় হবে চতুর্থ জামাত। যেখানে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক ড. মুশতাক আহমদ। মুকাব্বির থাকবেন খাদেম মো. আলাউদ্দীন।
সকাল ১০:৪৫ মিনিটে হবে পঞ্চম জামাত। যেখানে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির থাকবেন খাদেম মো. রুহুল আমিন।
এছাড়াও নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাত সকাল ৮টা এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে নারায়ণগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক(ডিসি), পুলিশ সুপার(এসপি) এবং উর্ধ্বতন কর্মকতা,রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুসীল সমাজের লোকজন অংশ গ্রহণ করবেন।