নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীর শহীদদের স্মরণে মহান স্বাধীনতা দিবস পালিত

- আপডেট সময়- ০৬:০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বীর শহীদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় একাত্তরের রণাঙ্গণে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরনে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) ভোরে শহরের চাষাঢ়ায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করে জেলা প্রশাসন।
পরে জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীরা চাষাঢ়ায় বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় জেলা পুলিশ সুপার(এসপি) প্রত্যুষ কুমার মজুমদারের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন জেলা পুলিশ বাহিনীর সকল সদস্যবর্গ।
এরপর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, নাগরিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরবর্তীতে ভোর হওয়ার সাথে সাথে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন। এছাড়াও শ্রদ্ধা জানিয়েছে মহানগর বিএনপির নেতাকর্মীবৃন্দ।
এছাড়া, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, নারায়ণ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর পক্ষ থেকে বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘদিন পর নারায়ণগঞ্জ জেলা বিএনপিক বাধাহীনভাবে নির্বিঘ্নে কর্মসূচি পালন করে। অন্যান্য বছরগুলোতে এসব জাতীয় বা দলীয় কোনো দিবসে তারা শংকা বা বাধাহীনভাবে পালন করতে পারেনি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতা কর্মীগন।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ