সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, কুড়িগ্রাম, গণমাধ্যম, গাইবান্ধা, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, ফিচার, বাংলাদেশ, রংপুর
এক টাকায় ঈদের হাসি: ‘আমাদের গাইবান্ধার’ অসামান্য উদ্যোগ

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:৩৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫ ২১ বার পড়া হয়েছে

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি:
ঈদের আনন্দকে সবাইরে ঘরে পৌঁছে দিতে গাইবান্ধায় অনুষ্ঠিত হলো ‘এক টাকার বাজার’। স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের গাইবান্ধা’র এই অনন্য উদ্যোগে নিম্ন ও মধ্যবিত্ত ২৫০টি পরিবার পেলো ঈদের পূর্ণাঙ্গ বাজার মাত্র ১ টাকায়।
শুক্রবার (২৯ মার্চ) গাইবান্ধা শহরের স্বাধীনতার রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। প্রতিটি পরিবার পেয়েছে ২ কেজি চাল, ১ কেজি ডাল, সয়াবিন তেল, সুজি, চিনি, নুডলস, সেমাই, গুঁড়া দুধ, লবণ, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, লেবু, মিষ্টিকুমড়া, বাঁধাকপি, বেগুনসহ একটি সোনালী মুরগি এবং প্রয়োজনীয় মসলা।
জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ ও পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ বাজার উদ্বোধন করা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন উদ্যোগ অসহায় মানুষের মুখে ফুটিয়ে তুলেছে ঈদের প্রকৃত হাসি।
এক সুবিধাভোগী আবেগাপ্লুত হয়ে বলেন, “এক টাকায় এত কিছু পাওয়া স্বপ্নের মতো। আজ সত্যিই ঈদের আনন্দ উপভোগ করতে পারবো পুরো পরিবার নিয়ে।”
সংগঠনের সভাপতি সায়েম রহমান ও সাধারণ সম্পাদক মুসাব্বির রহমান রিদিম জানান, “এটি আমাদের পঞ্চম বারের মতো আয়োজন। শিক্ষার্থীদের ছোট ছোট সঞ্চয় ও দান থেকেই এ মহৎ কাজটি সম্ভব হয়েছে।”
উল্লেখ্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘আমাদের গাইবান্ধা’ সংগঠনটি ইতিমধ্যেই জেলায় মানুষের মাঝে আশার আলো ছড়াচ্ছে। তাদের এই মানবিক উদ্যোগ কেবল ঈদেই নয়, সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের প্রধানরা।
এক টাকার এই বাজার শুধু নিত্যপ্রয়োজনীয় পণ্য নয়, বিলিয়ে দিয়েছে মানবতার অমূল্য বার্তা। ঈদের প্রকৃত আনন্দই যেখানে সকলের অংশগ্রহণে, সেখানে ‘আমাদের গাইবান্ধা’র এই উদ্যোগ হয়ে উঠেছে সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।