সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, ইসলাম ও জীবন, দেশজুড়ে, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সদর, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, সিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় আ’লীগ নেতা নূর কামালের সহযোগীসহ গ্রেপ্তার-২

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৫০:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

মোঃ লিটন চৌধুরী,সিদ্ধিরগঞ্জ(না’গঞ্জ)প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বাসায় ভাগনে-ভাতিজাকে আটকে রেখে এক গার্মেন্টকর্মীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় সোমবার ভুক্তভোগীর দায়ের করা মামলার আসামি আওয়ামীলীগ নেতা নূর কামালের সহযোগী শরীফসহ ২ জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় মামলার আরেক আসামি মো: ফয়সাল পলাতক রয়েছেন।
গত রোববার রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের মিজমিজি পূর্বপাড়া আল-আমিন নগর এলাকার নুর ভিলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের নাসিরের ছেলে মো. শরীফ (২৭) ও পটুয়াখালীর বাউফল উপজেলার পেয়াদাবাড়ির এলাকার লালু মোল্লার ছেলে মো. মিজান (৪০)।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের মিজমিজি পূর্বপাড়া আল আমিন নগর এলাকার নুর ভিলা নামক একটি ভাড়া বাসায় বসবাস করেন। সঙ্গে ছিলেন তাঁর ভাগনে ও ভাতিজা। অভিযুক্ত শরীফ ওই বাড়ির দেখভালকারী ও মিজান ভাড়াটিয়া। রোববার রাতে হঠাৎ বাসায় এসে ধাক্কা ধাক্কি শুরু করে শরীফ দরজা খুলতে বলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে আসামিরা ভেতরে প্রবেশ করেন।
পরে ওই নারীকে রান্নাঘরে আটকে দলবদ্ধ ভাবে ধর্ষণ করেন শরীফ ও ফয়সাল। আর বাসায় থাকা তাঁর ভাগনে ও ভাতিজাকে আটকে রাখেন মিজান। পরে আশপাশে মানুষ টের পেলে অভিযুক্তরা সবাইকে হত্যার হুমকি দিয়ে চলে যান।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ এবং দু’জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের কোর্টে প্রেরন করা হয়েছে। মামলার অপর আসামিকে ধরতে অভিযান চলছে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ