বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের না’গঞ্জ কমিটির মুখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন

- আপডেট সময়- ০৫:৫৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে তাদের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃতির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় ১৯২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।
মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারী) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এই কমিটির ঘোষণা পত্র প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ছয় মাসের জন্য নারায়ণগঞ্জ জেলার এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নিরব রায়হান এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ জাবেদ আলম ।
এছাড়াও মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন সোনারগাঁয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা জাহিদুল হক বাঁধন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার মুখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন দৈনিক সমকালীন কাগজকে বলেন, ‘আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সবাইকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মানে যথাযথভাবে পালন করার সর্বাত্নক চেষ্টা করব।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ