না’গঞ্জ শহরের মীরজুমলা সড়কে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে হবে: এ্যাড. সাখাওয়াত

- আপডেট সময়- ০৬:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র মীরজুমলা সড়কে সকল যানবাহন চলাচল নির্বিঘ্নে স্বাভাবিক থাকে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় জেলা তিনি এ দাবি তোলেন।
এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কে অনুরোধ জানিয়ে বলেন, শুধু ২১শে ফেব্রুয়ারির জন্য নয়, সারাবছরই মীরজুমলা সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অতীব জরুরি। আমি দেখেছি, সেখানে বড় করে ময়লার স্তূপ ফেলা হয়, যা জনসাধারণের রাস্তার চলাচল ব্যাহত করছে। দ্রুততম সময়ে এই ময়লা অপসারণ করতে হবে।
তিনি আরও বলেন, শহরের মীরজুমলা সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে প্রশাসনকে উদ্যোগী হয় এবং প্রয়োজনে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করতে হবে।
এ সময় তিনি ২১শে ফেব্রুয়ারি জেলার প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলকে ২১শে ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য জেলা প্রশাসনের পক্ষে বিশেষ নির্দেশনা প্রদানের আহ্বান জানান।
জেলা প্রশাসক(ডিসি) জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বির সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, সিটি কর্পোরেশনের প্রাধান্ নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ