সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, ইসলাম ও জীবন, দেশজুড়ে, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সদর, নারী ও শিশু, সিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি এলাকা থেকে নারী-পুরুষের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে

মো. লিটন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ(না’গঞ্জ) প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি এলাকা থেকে নারী ও পুরুষের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা দুজনই নিজ নিজ ভাড়া বাসার সিলিংফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুলছিল বলে জানা যায়। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার মিজমিজি দক্ষিণপাড়া ও সিআইখোলা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন- চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মালাই কান্দী এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে মো. মাসুদ রানা (২৮)। তিনি সিদ্ধিরগঞ্জে উপজেলার মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় মো. মোখলেছুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।
অপর নিহত ব্যক্তি নেত্রকোণা জেলার খালিয়াজুরী থানার কৃষ্ণপুর এলাকার রুহুল আমিনের স্ত্রী রুমা আক্তার (২০)। তিনি একই থানার বল্লভপুর এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা ১নং সড়কের হাজী আতাহার আলির বাড়িতে ভাড়া থাকতেন। তবে তারা কেন ফাঁসিতে ঝুলছিলেন তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান, দুটি পৃথকস্থানে নিজের ভাড়াবাসার সিলিংফ্যানের সঙ্গে দুটি মৃতদেহ ঝুলে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দুজনই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।
তিনি আরও জানান, তাদের ফাঁসিতে ঝোলার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ দুটি নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রির্পোট হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ