আমি তো কোনো অপরাধ করিনি, আটক হবো কেন’-চিত্রনায়িকা নিপুন
- আপডেট সময়- ১০:৫২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ১০ বার পড়া হয়েছে
অনলাইন নিউজ ডেস্ক।।
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।তবে পুলিশ হেফাজতে কাটানোর বিষয়টি গণমাধ্যমের কাছে অস্বীকার করেছেন নায়িকা নিপুণ।
তিনি দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘আমি বনানীর বাসায় আছি। এই খবর ভুয়া। এর বাইরে এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। ফালতু সব বিষয়।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে লন্ডন যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে পুলিশ। সেই সঙ্গে তার লন্ডনযাত্রাও বাতিল করা হয়।
অবশ্য জিজ্ঞাসাবাদের পর নিপুণকে ছেড়ে দেওয়া হয়েছে জানিয়ে বিমানবন্দর থানার ওসি বলেন, চিত্রনায়িকা নিপুণকে লন্ডন যাওয়ার সময় আটক করেছিল ইমিগ্রেশন পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। তার নামে সুনির্দিষ্ট কোনো মামলা না থাকায় শুধু জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেয়া হয় অভিনেত্রীকে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা।
এর পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় নিপুণকেও আর মিডিয়ার সামনে আসতে দেখা যায়নি। অনেকেই বলছিলেন, গ্রেপ্তার আতঙ্কে নিপুণ দেশ ছেড়েছেন। তবে সিলেট বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়ার পর নিশ্চিত হওয়া গেল নিপুণ এতদিন দেশেই ছিলেন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ