পিবিআই এসপির সক্রিয়তায় এসআই শফিকুল হত্যার ঘটনায় গ্রেপ্তার-২
- আপডেট সময়- ০৩:৩৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
লিমা আক্তার,ময়মনসিংহ।।
পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম হত্যার আসামি মামলায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআইয়ের পুলিশ সুপার রকিবুল আক্তার জানান, পুলিশের এসআই হত্যার রহস্য উদঘাটনে অন্যান্য সংস্থার পাশাপাশি মাঠে নামে পিবিআই, তারই ধারাবাহিকতায় গতকাল বিকেলে দূর্গাপুরের পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকান্ডে ব্যাবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও নিশ্চিত করেন তিনি।
গ্রেপ্তারকৃতরা হলেন, দূর্গাপুর উপজেলার উকিল পাড়া এলাকার শমসের আলীর পুত্র সাজিবুল ইসলাম অপূর্ব (২৬) ও দূর্গাপুর দক্ষিণপাড়ার হাজী আব্দুর রহমানের পুত্র মো: বাকি বিল্লাহ (২৬)।
উল্লেখ্য, ৯ জানুয়ারি সন্ধ্যায় নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের পান মহল এলাকায় ৩-৪ জন অস্ত্রধারী যুবক অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক যখম করে পুলিশের এসআই শফিকুল ইসলামকে। ঘটনার পরপর স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ময়মনসিংহ নেওয়ার পরামর্শ দেন। পরে সেখানেই মারা যান জামালপুরে কর্মরত পুলিশের এসআই শফিকুল ইসলাম।
স্থানীয় ও স্বজনরা জানায় ছুটিতে এসেছিলেন শফিকুল। কথা ছিলো পরিবার ও সন্তানদের নিয়ে ময়মনসিংহে যাওয়ার। কিন্তু তা আর হলো না।
এস আই শফিকুল ইসলাম দূর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় দুর্গাপুর থানায় মামলা দায়ের করেছেন নিহতের বাবা রফিকুল ইসলাম।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ