সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, সিলেট, সুনামগঞ্জ
দোয়ারাবাজারে দ্রুত গতিতে চলছে ফসল রক্ষা বাঁধ নির্মাণ, অভিযুক্ত বাঁধে বালু অপসারণ

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

হিফজুল ইসলাম,
দোয়ারাবাজার (সুনামগঞ্জ)সংবাদদাতা।।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে আগাম বন্যা বা পাহাড়ি ঢলের হাত থেকে ফসল রক্ষার লক্ষ্যে পিআইসির মাধ্যমে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
উপজেলার লক্ষিপুর ইউনিয়নের খাসিয়ামারার ১৪ নাম্বার পিআইসির বাম তীরে এ বাঁধ নির্মাণ করা হচ্ছে, তবে অভিযোগ উঠেছে মাটির পরিবর্তে বালু দিয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণের, এনিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে।
অবশেষে (১৩ জানুয়ারি) সোমবার সকালে দোয়ারাবাজার উপজেলা (পাউবো) উপসহকারী প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, (পাউবো) উপসহকারী প্রকৌশলী রায়হান মিয়া ও মনিটরিং কমিটির সাংবাদিক প্রতিনিধি মামুন মুন্সিসহ উপকারভোগী স্থানীয় সাধারণ কৃষকের উপস্থিতিতে বালু সরিয়ে ফের মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে।
এবং স্থানীয় কৃষক ১১৩ জনের গণহারে স্বাক্ষর করে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদনের মাধ্যমে তারা জানান ফসল রক্ষা বাঁধ পরিপূর্ণ ভাবেই নির্মাণ করা হচ্ছে।
বক্তারপুর গ্রামের স্থানীয় কৃষক আব্দুল মান্নান তিনি বলেন আমাদের এলাকায় ৭০ শতাংশ বালু মাটি তাই বাঁধ নির্মাণে কিছু বালু মাটি ব্যবহার করা হয়েছিল কিন্তু আজকে পাউবো কর্মকর্তার উপস্থিতিতে সেই বালু সরিয়ে ফের মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে।
কৃষক শাহ আলম তিনি বলেন মাটি দিয়েই বাঁধ নির্মাণ করা হচ্ছে এবং এই মাটির চাইতে ভাল মাটি আর নাই বিগত দিনে এমন ভাল কাজ হয়নি।
দোয়ারাবাজার উপজেলা (পাউবো) কর্মকর্তা রায়হান ইসলাম তিনি বলেন বক্তারপুরে ১৪ নাম্বার পিআইসিতে বালু মিশ্রিত মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছিল অভিযোগ পেয়ে সেখানে গিয়ে বালু সরিয়ে মাটি দিয়ে বাঁধ নির্মান করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং আমার উপস্থিতিতে বালু সরিয়ে মাটি দিয়ে বাঁধ সংস্করণ করা হচ্ছে।
জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু বলেন আমরা অভিযোগ পেয়েছিলাম অভিযোগের বিত্তিতে সরেজমিনে গিয়ে পাউবো কর্মকর্তা, মনিটরিং বোর্ডের সদস্য ও উপকারভোগী কৃষকের উপস্থিতিতে বালু সরিয়ে মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ