সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, ইসলাম ও জীবন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, ভালুকা, ময়মনসিংহ
ভালুকায় দিনেদুপুরে নবনির্মিত বাড়িতে হামলা-ভাংচুরের অভিযোগ
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১১:৪১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে
লিমা আক্তার,ময়মনসিংহ।।
ময়মনসিংহের ভালুকায় দিন দুপুরে নবনির্মিত বসত বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
সোমবার(২০ জানুয়ারি) দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার বাশিল এলাকায়। ভুক্তভোগী পরিবারের দাবী যুবলীগ নেতা কামরুজ্জামান পিন্টু’র ইন্দনে স্থানীয় আবুল কালাম,জামান, লিমন, সিকু,বাবলু, রাজনসহ অন্তত ২০/২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে বাড়ির মালিক রাসেল মিয়া, রওশন আরা ও আখি আক্তারকে জিম্মি করে ঘরটি কুপিয়ে ভাংচুর করে ও ভিতরে থাকা মহিলাদের স্বর্ণালঙ্কার লুট করে। পরে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় মো. আঃ বারেক মিয়া বাদী হয়ে মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভালুকা ইউনিয়নের বাশিল গ্রামের আঃ বারেকের সাথে জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কামরুজ্জামান পিন্টুর বিরোধ চলে আসছে। ঘটনার দিন বারেকের দাবিকৃত জমিতে নবনির্মিত বসতঘরে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে একদল সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর কুপিয়ে এবং ভিতরে থাকা আসবাবপত্র ভাংচুর করে স্বর্ণালংকার সহ জিনিসপত্র লুট করে নিয়ে যায়।এ ঘটনায় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামছুল হুদা খান বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ