ফেব্রুয়ারির মধ্যেই সব রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইন উপদেষ্টা
- আপডেট সময়- ১২:৫৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
অনলাইন নিউজ ডেস্ক।।
আগামী ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য দায়ের করা প্রায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, সাইবার সিকিউরিটি আইনের অধীনে যত ধরনের মামলা রয়েছে, সব মামলা প্রত্যাহার করা হবে। সেই সঙ্গে সাইবার সিকিউরিটি আইন সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি। তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ নিয়ে ইতোমধ্যে কাজ করছে।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, দেশের ২৫টি জেলায় আড়াই হাজার রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত হয়রানিমূলক বা গায়েবি মামলাসমূহ চিহ্নিত করা হয়েছে। এসকল মামলায় লাখ লাখ মানুষ আসামি নিরীহ মানুষও বাদ পরেনি হয়রানি শিকার হচ্ছে। অতএব আগামী ফেব্রুয়ারির মধ্যেই এসব মামলা প্রত্যাহার করা হবে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ