রূপগঞ্জে কিন্ডারগার্টেন সমিতির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- আপডেট সময়- ০৬:২৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ১১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির প্রায় আড়াই শতাধিক স্কুলের ৬ হাজার শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা ও দুপুর ২ টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ভুলতা, গোলাকান্দাইল, তারাব, কাঞ্চন, ভোলাব, মুড়াপাড়া, রূপগঞ্জ, কায়েতপাড়া ও দাউদপুরে পৃথক কেন্দ্রে বৃত্তি পরীক্ষায় স্ব-স্ব ইউনিয়ন ও পৌরসভার শিক্ষার্থীরা অংশ নেয়।
রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষার গোলাকান্দাইলস্থ মজিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুল মতিন, বিএনপির সহসভাপতি রজব আলী ফকির, সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লা, রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির নেতা খোরশেদ আলম, সাইফুল ইসলাম, আবাবিল প্রিন্টিং প্রেসের জয়নুল আবেদীন প্রমুখ। গোলাকান্দাইল মজিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুক্রবার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়। পরে বিএনপি নেতা কাজী মনিরুজ্জামানও বিদ্যালয় পরিদর্শণ করেন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ