সোনারগাঁওয়ে তুচ্ছ ঘটনায় ছেলের হাতে বাবা খুন

- আপডেট সময়- ০৬:৫৪:২০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক।।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক সেবনের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে বাবা শফিকুল ইসলাম (৪৫) খুন হয়েছেন।
রোববার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে রিফাত পলাতক রয়েছে।
নিহতের স্ত্রী জানান, তার ছেলে রিফাত ২০ হাজার টাকা চেয়ে, দিতে অস্বীকৃতি জানালে মায়ের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।
পরে কাজ শেষে তার বাবা বাসায় ফিরলে টাকার জন্য বাবাকে চাপ দেয়। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরি দিয়ে বাবার বুকে আঘাত করে। পরে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারী বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ